মেঘনা নদীতে ভাঙনের ফলে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। চাঁদপুরের হরিণা ফেরিঘাটসংলগ্ন নদীতে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি বাস ও ১১টি ট্রাকসহ দুটি ফেরি।
হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ইমরান খান জানান, মেঘনায় ভয়াবহ ভাঙনের কারণে গতকাল দিবাগত রাত ১২টার পর হরিণা ফেরিঘাট এলাকায় পন্টুনের আশপাশের মাটি সরে গেছে। তাই সেখানে কোনো ফেরি ভিড়তে পারছে না। রাত থেকে কলমিলতা ও কিশোরী নামের দুটি ফেরিঘাটের কাছে নদীতে আটকে রয়েছে।
ফেরি দুটিতে রয়েছে বরিশাল, বরগুনা থেকে আসা যাত্রীবাহী তিনটি বাস, গরুবোঝাই পাঁচটি ট্রাক ও কাঁচামালবোঝাই ছয়টি ট্রাক। এদিকে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে একটি গরু ফেরির ভেতর মারা গেছে। লোকজনও অসুস্থ হয়ে পড়ছে।
ইমরান জানান, বিকল্প কোনো ঘাটের ব্যবস্থা থাকলে এ দুটি ফেরি নোঙর করা যেত। আর ফেরি চলাচল বন্ধ থাকায় চাঁদপুর-শরীয়তপুর দুই ঘাটেই পণ্য ও যাত্রীবাহী শতাধিক যানবাহন আটকা পড়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।