রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ও সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আজ বুধবার সকালে ঝটিকা মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা ভাঙচুর চালান ও ককটেলের বিস্ফোরণ ঘটান। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে এলিফ্যান্ট রোডের কফি হাউসের গলি থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা ওই এলাকা ও পার্শ্ববর্তী সায়েন্স ল্যাবরেটরির কাছে পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।
জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া চলে। সকাল ১০টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।