আমার লেখায় আমি
আমি ফটোগ্রাফিরে বেপক ভালা পাই। একটা ভাল ফটুক তুলবার পারলে মন প্রান জান সব নাচানাচি করতে থাকে। এই বিষয়টা নিয়া ঘন্টার পর ঘন্টা প্যাচাল পারতে পারি। এক একটা ফটোর মধ্যে কত্ত কাহিনী থাকে....একটা ফটোগ্রাফ মানে শুধু একটা ফটো না, এর মধ্যে ১০১ টা জিনিষ খুইজা বাইর করন যায় .. এক্সপোজার, ফ্রেমিং, কম্পোজিশন, লাইট.. আরো কত হাবিজাবি।
এই পাগল হওয়ার ব্যাপারটা শাকোটা আরো নারায় দিসে পাঠশালা। আমি বেসিক কোর্স শেষ কইরা এখন ফাউন্ডেশন করতাসি । আরো কত দুর যাওন বাকি, অথচ এহনি ইচ্ছা করে চাকরি চুকরি ছাইড়া খালি ফটু তুইলা বেড়াই..
যাকগা.. একটা চিন্তা আসলো মাথায় । আরো কিসু মাইনষেরে পাগল বানাইলে কেমুন হয়? ধরেন ফটোগ্রাফির থিউরিটিকাল ব্যাপারগুলা "ছোটদের কম্পিউটার শিক্ষা"র মতো কইরা এইখানে লেখা শুরু করলাম....এইখানে যারা ফটোগ্রাফার আসেন তারাও দুই একটা জিনিষ ভুল লিখ্যা ফালাইলে ঠিক কইরা দিলেন...মাঝখান দিয়া আমি ব্যপক মজা পাইলাম লিখ্যা .. আর যারা ফটোগ্রাফি সিরিয়াসলি শুরু করার কথা ভাবতাসেন তারাও মজা পাইলেস শিখ্যা...
পুর্রা উইন উইন সিচুএশন... :
পুনশ্চ : উপরের ফটুখান তুলসি সেইন্ট মার্টিন দ্বীপে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।