আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি এসএমএস পাঠান আপনার সেলফোন থেকে - যত খুশি



আমরা মোবাইল ফোন থেকে নানা কাজে এসএমএস পাঠাই। ইন্টারনেটের মাধ্যমে সেল ফোনে এ কাজটি আমরা খুব সহজেই করতে পারি সম্পূর্ণ বিনে পয়সায়। এ জন্য আপনার প্রয়োজন হবে জি.পি.আর.এস/এজ্ সুবিধা সংবলিত একটি হ্যান্ডসেট। প্রথমে আপনার ফোনের Wap Browser > Enter URL এ যান। Address এর ঘরে wap.cellity.com লিখে ok চাপুন।

আপনার সেটের ম্যানুফ্যাকচারিং এবং মডেল নং নিবার্চন করুন। এবার Application টি ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে আপনার ফোনের Application/Collection থেকে Application টি রান করুন। এর পর ইউজার নেম এর ঘরে আপনার নাম নম্বরের ঘরে আপনার সচল মোবাইল নম্বর দিন। কারণ এ নাম্বারেই ভেরিফিকেশন কোড আসবে।

ভেরিফিকেশন কোড আসলে পরবর্তী স্টেপে তা লিখে Enter চাপুন। রেজিস্ট্রেশন শেষ! এবার যত খুশি উপভোগ করুন ফ্রি এসএমএস। মনে রাখতে হবে মোবাইল নম্বর সব সময় ইন্টারন্যাশনাল ফরমেটে লিখতে হবে। ( যেমনঃ বাংলাদেশ- 8801XXXXXXXXX ) আ্যপ্লিকেশনটি সরাসরি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.