সন্দেহে আছি সত্য
বাদামি একটা হরিণ তার বড় শখ আকাশের মেঘ হবে সে
ভাবিতে চাহি না সখা তবু ভাবনা আসে হরিণের গায়ে বিলাপের দাগ বসে
যে কাঁদন যে মহতী ইস্কাপন তার জুয়োর নিরিখ নিয়া তুমি যদি বলো কালবৈশাখিতে যাবা
তবে আমি কারণ বাণী শুনায়ে দিবো যে এই মতে এইখানে প্রার্থনা হয় না কার কি যায়
আসে তাতে? কে পুরাতন কেই-বা নতুন তবে ঈষৎ উষ্ণ (হাস্য!) এই চৈত্রে আসিয়া যে মুরতি দেখাবারে চাও তার কথা বলো না কস্মিনকালেও হায়রে ইথার তোমার শেষ ক্রান্তি
কবে হয়ে ছিল মনে আছে? যে কাঁপন যে আলাপন মাসখানেক আগে প্রেমের রূপান্তর মনে হয়েছিল তার কোনো ইহজগতে দাম নাই কি? নাই কি বৈবাকতে চলে যাবার পর মাছের কাঁটার মতো চিবায়ে চিবায়ে সেই মর্মর রূপালি জোৎস্নাকে ভেজে ভেজে খায় কালা হরিণ
কালসাপ যে নয় এই তো , আমি তো ব্যাকুল আকুল রোমন্থনে ব্যস্ত, তিনিও ব্যস্ত সেও ব্যস্ত তাঁরাও ব্যস্ত, তারাও ব্যস্ত, তাহারাও ব্যস্ত গান হয়ে ভেসে আসে কান্তার পায়ের মল বাজিছে ধীরে কোন সুদূর অবান্তর জঙ্গমে কে কারে ভাব দেখায় বলো তো? যখন সূর্য আসে যখন চাঁদ
জোনাকের ভেতর গুঞ্জরি মরে তখন চোখ শুধু চায় বায়োস্কোপ দেখতে
দেবী! কারে কয় প্রেম কারে কয় কাম এইবার তো বুঝায়ে দাও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।