আমাদের কথা খুঁজে নিন

   

নানাখাতাই বিস্কুট



প্রয়োজনীয় উপকরণ: ময়দা : দেড় কাপ ভেজিটেবল ঘি : আধ কাপ চিনি, গুঁড়া : আধ কাপ বেকিং পাউডার : আধ চা চামচ গুঁড়া দুধ : ০১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স : আধ চা চামচ প্রণালী: প্রথমে ভেজিটেবল ঘি একটি পাত্রে ঢেলে ভাল মতো বীট করে নিন। এবার এর সাথে অল্প অল্প করে গুঁড়া চিনি মিশিয়ে বীট করতে থাকুন। কিছুণ পর এতে একে একে বেকিং পাউডার গুঁড়া দুধ এবং ভ্যানিলা এসেন্স দিয়ে আরো বীট করে নিন। এবার এর সাথে ময়দা অল্প অল্প করে মিশিয়ে কিছুণ বীট করে এবং হাত দিয়ে মেখে খামির তৈরী করুন। এরপর হাত দিয়ে চেপে গোল আকৃতির করে তার ওপর ছুরি দিয়ে হালকা ভাবে কেটে দিন। এভাবে সবগুলো তৈরী হলে তেল মাখানো ট্রেতে সাজিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সে. তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন। ২০ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে বৈয়ামে ভরে নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.