cPanel Whm থেকে DNS Zone কিভাবে অপসৃত করা যায়?
আমার Whm panel একাউন্ট থেকে একটা ডোমেইন একাউন্ট ডিলিট করার পর ভুল করে DNS Zone রেকর্ড এ থেকে যায় যার কারনে পরবর্তীতে একই ডোমেইন এর একাউন্ট করতে গেলে আর করা যাচ্ছে না। আমাকে বলা হচ্ছে সার্ভার থেকে DNS Zone রেকর্ড টা আগে ডিলিট করতে।
আমি তা খুজে পাচ্ছি না তাই নতুন করে ঐ ডোমেইন এর একাউন্ট করতে পারছি না।
কি করলে পারবো এ ব্যাপারে কারো জানা থাকলে বলবেন কি দয়া করে??
এজন্য অগ্রীম ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।