কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
ব্যক্তিগত শুরু
মুখফোড়কে আমি চিনি না।
আমি কার যেন ‘প্রিয়’তে মুখফোড়ের একটা পোস্ট পেলাম। সেই থেকে শুরু। গত ৬ ঘন্টায় এর সবগুলো ব্লগ পড়ে শেষ করেছি।
সত্যিই এক কথায় অসাধারণ।
আমি মুগ্ধ। এত বড় মাপের লেখক আমাদের মাঝে আছে, আমি ভাবতেই পারিনি।
অতদিন যাদের যাদের পোস্ট আমার কাছে ভালো লাগত, ওদের সবাইকে এখন পানসে লাগতেছে।
বেশী ভালো লেখা পড়লে এই এক সমস্যা।
অন্য কোন লেখা আর উপভোগ করা যায় না।
সোজা-সাপ্টা ভাবেই বলি, মুখফোড়ের অনেক লেখার মর্মবাণীর সাথেই আমি একমত না, একেবারেই না। কিন্তু, সেই লেখাগুলাতেও মুখফোড়ের পারদর্শীতা আমাকে মুগ্ধ করেছে।
ক্রমণিকা
মুখফোড়ের লেখার বৈঠকী আমেজ, কারুকার্যের নকশা আর সহজিয়া কড়চা আমাকে বার বার অবাক করে। আমি জানিনা, কেন আর কী কারণে ২০০৭ এ এই লেখক এই সাইট ছেড়ে চলে গেছে, তবে এটুকু জানি ইনার মত একজন লেখা বাদ দিয়ে নিশ্চয়ই বসে নেই।
অন্য কোন নিক দিয়ে একবার হলেও এখান থেকে এক্যে ঘুরে যান না, আমি বিশ্বাস করি না (হয়ত, বন্ধুদের লুকিয়েও)। সেই, নিক থেকেও যদি আপনি আমার এই পোস্ট পান, তবে জানবেন এখনো আপনার অনেক ভক্ত এখানে আছে। সেই আসাতেই এটা লেখা।
উনার লেখা পড়ে যারা অভ্যস্ত ছিল সে সময়, উনি যাবার পরেও যদি তারা কেউ এখানে এখনো থেকে থাকেন, তাবে বলতেই হবে যে তারা এই সাইট কে অনেক ভালবাসেন। কারণ, মুখফোড়ের লেখা পড়ার পর থকে আর কারো লেখা আমার মনঃপুত হচ্ছেনা।
আমি জানি, আরো অনেক ভালো লেখক আছেন। তাদের লেখা আমি খুঁজতেছি।
কেউ আওয়াজ না দিলে, ২ দিন পরেই হয়ত এই পোস্ট ১০ পাতার পেছনে পরে থাকবে। তাই, এই ফ্যান ক্লাবে যারা যোগ দিতে চান, তারা একটু আওয়াজ দেন।
নিয়মগুলো হল-
১) “আমি সদস্য হতে চাই” অন্তত এটুকু লিখে কমেন্ট দিন।
২) এই পোস্ট টা যেন হারিয়ে না যায়, তাই এটা আপনার ‘প্রিয়’ তে রাখুন।
ক্লাবের উদ্দেশ্য-
১) সমমনা বন্ধুদের একসাথে পাওয়া।
২) নতুন আর পুরানো সবাইকেই মুখফোড়ের সাহিত্যরস সম্পর্কে জানানো।
৩) মুখফোড়কে উতসাহ প্রদান।
৪) মুখফোড়ের সম্পর্কে অজানা কোন তথ্য, সম্ভব হলে তার নতুন কোন লেখা তার বন্ধুদের মাধ্যমে পেলে সবার সাথে তা শেয়ার করা।
সংযুক্তি-
১)মুখফোড়ের সবগুলো পোস্টে দেখলাম, অতিথি নামার একজনের ৩টা করে কমেন্ট, যেগুলো অপ্রাসঙ্গিক আর বিরক্তিকর। সে আবার কে ??
তার ব্যাপারে কিছু জানলে জানান।
২)অন্যকোন নিয়মের আর দরকার আছে কি না, তা কমেন্ট করে জানাতে পারেন ।
৩)যারা যারা যোগ দিলেন, এই পোস্টে তাদের নাম নিয়মিত আপডেট/কমেন্ট লিস্ট থেকে জানতে পারবেন।
৩)যার যার 'প্রিয়'তে এই পোস্ট টা থাকবে সাথে সাথে বুঝতে পারবেন যে তার চিন্তাধারা মোটামুটি কোন ক্যাটাগরির।
মুখফোড়ের পোস্টগুলো পাবেন এখানে - Click This Link
মুখফোড়ের নতুন পোস্টগুলো পাবেন এখানে- mukhforr.blogspot.com
[উনার প্রোফাইল থেকেই লিঙ্কটা পেলাম]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।