আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (১): Sadist !

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
"কখনো জন্মদান করো না। সন্তান ধারণের চেয়ে কম আনন্দের আর কিছু নেই। গর্ভধারণ শরীরের জন্য ক্ষতিকর, দেহসৌষ্ঠব নষ্ট করে, আকর্ষণ ক্ষমতা বিনষ্ট করে, এবং এ সকল ঘটনার উপর সর্বদা একটি কালো মেঘের ছায়ার মত ঝুলে থাকে যা স্বামীর মনোভাব নষ্ট করে দেয়। " "ভ্রুণ হত্যাকে ভয় পেয়ো না; অপরাধ একটি কাল্পনিক ব্যাপার: মানুষ গর্ভে যা ধারণ করে, সব সময় তার দাসী হয়ে থাকে, এবং প্রয়োজন অনুভব করলে ঔষধের সাহায্যে এ ধরণের জিনিস নষ্ট করে দেয়া অন্য একটি জিনিস খালি করে দেয়ার চেয়ে অধিকতর ক্ষতিকর নয়।

" উক্তি দুটি ফরাসী লেখক ডোনাতিয়েন আলফনসো ফ্রান্সিস দ্য স্যাড (Donatien Alphonse François de Sade) এর, যিনি মার্কুইস দ্য স্যাড (Marquis de Sade) নামে বেশি পরিচিত। ১৭৪০ সালের ২রা জানুয়ারি স্যাড জন্মগ্রণ করেন, ফ্রান্সের এক অভিজাত (aristocrat) সম্প্রদায়ে, মারা যান ১৮১৪ সালের ২রা ডিসেম্বর। স্যাড ছিলেন একজন দার্শনিক, তবে তার দর্শন মূলত চূড়ান্ত স্বাধীনতা (বিশেষ করে যৌনতার ক্ষেত্রে) উৎসাহিত করত এবং সেখানে নৈতিকতার (ethics) স্থান ছিল অত্যন্ত নীচে। বিবেক, ধর্ম বা আইন-কানুনের বন্ধনে আবদ্ধ না থেকে, নিজস্ব ভোগের আনন্দ খোঁজাই ছিল তার কাছে সর্বোচ্চ নীতি। অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন তিনি, মানুষকে যৌন-নির্যাতন করে উল্লাস অনুভব করতেন।

তার উপন্যাসগুলি ধর্ষণ, পাশবিকতা, মৃতের সাথে অশ্লীলতা প্রভৃতি বিকৃত আনন্দে পরিপূর্ণ। মার্কুইস দ্য স্যাডের নাম থেকে আমরা স্যাডিস্ট (sadist) শব্দটি পাই। Sadist (noun) এমন একজন ব্যক্তি যে অন্যকে নির্যাতন করে আনন্দ অনুভব করে; অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি। Sadist এর স্বভাব হলো Sadism (noun).
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.