আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামী ভাষায় গান

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

অনেক আগে চট্টগ্রামী ভাষায় দুটি চলচ্ছিত্র হয়েছিল, সাম্পান ওয়ালা আর মালকা বানু। এর পরে চট্টগ্রামী ভাষায় আর তেমন কোন সাংস্কৃতিক কর্মকান্ড হয়না বললেই চলে। গান ও আগের মতো হয়না। শেফালী ঘোষের এ গানটি ব্লগে দিলাম, কেমন লাগলো??????????? ছোড কাইল্লা পীরিত আঁর বন্দু ছোড কাইল্লা পীরিত আঁর ও রে বন্দু ন গরিস ছারখার (২) মন দিলাম প্রান রে দিলাম দিলাম রে জৈবন ইষ্টু কুডুম মা বাপ ছাইড়লাম তুই বন্দুর কারন ফেলাই যদি যাবি বন্দুরে বন্দু বসাইলি কা রং বাজার বন্দু বসাইলি প্রেমর বাজার (ঐ) কাজল যদি হতিরে বন্দু চোগত দি রাইখতাম রেশমী ডোরি হতিরে বন্দু খোঁপাত বেড়াইতাম সোনা রুয়া যদি হতিরে বন্দু, বানাই রাইখতাম অলঙ্কার বন্দু বানাই রাইখতাম অলঙ্কার (ঐ) সুখে দুখে ক’লিরে বন্দু ন ছাড়িবি বুলি ছাড়ি যদি যাবি বন্ধু মায়া কা লাগালি এত আদর এত সোহাগ রে বন্ধু কার কাছে তুই পাবি আর বন্ধু কার কাছে তুই পাবি আর (ঐ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.