কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
আপনারাতো অবশ্যই জানেন,
জরুরী কাজে নিয়োজিত এ্যাম্বুলেন্স সার্ভিসকে ১০৮ নামে অভিহিত করা হয়, কিংবা উন্নত বিশ্বে এ্যাম্বুলেন্সের গায়ে খুব বড় করে ১০৮ নাম্বারটি লিখা থাকে।
অথবা ১০৮ নাম্বারে জরুরি সার্ভিসের জন্য কল করা হয়।
নীচের ছবিটা দেখুন----
কিন্তু এই ১০৮ নাম্বারটি হ্যাভি মজার একটা জিনিস।
আপনার যে সালে জন্ম তার শেষ দুই সংখ্যার সাথে আপনার বয়স যোগ করুন,
যেমন- ধরুন আপনার জন্ম ১৯৮২ সালের ডিসেম্বর মাস।
আর আপনার বয়স হলো ২৬ বছর।
এখন ৮২ এর সাথে ২৬ যোগ করুন।
এবার নিজে করুন, ভারি মজার না!!!
নেট ঘেটে পাওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।