বুকের ভেতর বহুদূরের পথ.........
ডিজিটাল মিডিয়ার এই যুগে টিভি, এফ এম আর ডিভিডি নিয়েই বেশীর ভাগ মানুষ ব্যস্ত। নতুন প্রজন্ম বই পড়ার চাইতে ইন্টারনেটে ব্রাউজ করতে বেশী পছন্দ করে। আমরা যারা একটু পুরনো তারা বহুদিনের অভ্যাস ছাড়তে পারিনা, বই কিনি- বই পড়ি। জীবনে যত বই পড়েছি বেশীর ভাগই কিনে পড়া। যাহোক, এই মুহুর্তে যেসব বই পড়ছি তাদের নাম এবং অত্যন্ত সংক্ষেপে কিছু বর্ণনা দিলাম।
বইগুলো খুব অল্প অল্প করে পড়ে যাচ্ছি, শেষ করতে পুরো বছরও লাগতে পারে। আগ্রহী বইপ্রেমিকরা দেখে নিতে পারেন, সেই সাথে আপনারাও কে কি পড়ছেন তা জানালে খুশী হবো।
১. কিশোর সাহিত্য সমগ্র- নারায়ণ গঙ্গোপাধ্যায়
নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক। তাঁর অনবদ্য সৃষ্টি টেনিদার নাম শোনেনি এরকম লোক খুব কম, বিশেষ করে যারা শিশু সাহিত্যের খোঁজ খবর রাখে। অসাধারণ উইট, ব্রিলিয়ান্ট হিউমার! পড়লে কেবল পড়েই যেতে ইচ্ছে করে।
২. শিবরাম- কিশোর রচনা সমগ্র
শিবরাম চক্রবর্তীও বাংলার আরেক শিশু সাহিত্যিক। তাঁর লেখাগুলো হাস্যরসে পরিপূর্ণ যা শিশুদের চাইতে বড়দেরই বেশী আকৃষ্ট করে।
৩. জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে '৭৫- অলি আহাদ
বাংলাদেশের জাতীয় রাজনীতি সম্পর্কে আমার বেশ গভীর আগ্রহ রয়েছে বিশেষ করে যে সময়টা আমি দেখিনি। অলি আহাদের এই বইয়ের দাম বেশ সস্তা, তাই বইমেলা থেকে কিনে ফেললাম। পরবর্তীতে আবুল মনসুর আহমদের 'আমার দেখা রাজনীতির ৫০ বছর' কেনার ইচ্ছা আছে।
৪. উপমহাদেশের রাজনীতিতে আলেম সমাজ
সমাজের যে পরগাছা শ্রেণীটিকে আমরা সাধারণ ভাবে 'হুজুর' নামে চিনি তারা এক সময় দেশ ও সমাজে অনেক বেশী প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ গোষ্ঠি ছিলো। কিভাবে তারা সেই অবস্থা থেকে আজকের এই অবস্থায় এলো (১৫৫০ সাল থেকে শুরু করে ১৯৪৭ পর্যন্ত) তার বিশদ বিবরণ আছে এই বইয়ে।
৫. The Associate- John Grisham
গ্রিশামের লেটেস্ট বেস্ট সেলার। তবে সমালোচকরা বইটাকে খুব একটা ভাল বলেননি। কাহিনী অনেকটাই প্রেডিক্টেবল এবং গ্রিশামের আগের একটা উপন্যাস 'দ্যা ফার্মে'র সাথে বেশ মিল আছে।
৬. পঞ্চগ্রাম- তারাশংকর
তারাশংকর মানেই যেন 'কবি' অথচ 'কবি' ছাড়াও তিনি আরো অনেক কালজয়ী উপন্যাস লিখেছেন। 'পঞ্চগ্রাম', 'গণদেবতা' সেরকমই কিছু লেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।