কেন চলে যাবে? কেন থাকোনা আমার সাথে….
মেজাজ ক্রমেই চড়ে যাচ্ছে…এই সারাদিনের এত খুটিনাটি…সকালে ঘুম থেকে উঠেই একটা শাওয়ার, পায়ে অর্ধেক স্যান্ডাল গলিয়ে দৌড়ে যাই একটা ট্রান্সপোর্ট যদি পাই হাতের কাছে…টেবিলে পরে থাকে যত্নে রাখা সিরিয়াল অথব রুটি ভাজি…আজকাল খুব কমই ফিরে তাকানো হয় এসবের দিকে
৮:১৫ র কাটা ছুঁই ছঁই এ চিরচেনা অফিস..কৃ্ত্তিম শীতলতায় শরীর হিম, মাথা থেকে শিরদারা বেয়ে নামে…নামতেই থাকে দিনভর….সকালের এসএমএস টা দেয়া হলো না…আমি অফিসে পৌছেছি সেফ্….ওহ্ এখনো সময় আছে…দিয়ে দেই….হাত পা ঠান্ডা হয়ে আসে….এই বুঝি ঝড়………’তোমার এত কিসের অফিস যে আমাকে একটা খবর দিতে পারোনা?’ এর পর ফাইল কোথায়…ডেডলাইন, রিভিউ, মিটিং, লান্চ, টি, কফি…কাটে এক একটা প্রহর…মাঝে মাঝে ফেসবুক..উঁকি দিয়ে দেখে নেয়া বন্ধুর দল কে কোন অবস্থানে রাজা উজির মারছে..আমিও মারি হঠাৎ কখনো..লেখা হয়না প্রিয় লাইনগুলো…গড়িনা তোমাকে নিয়ে ভাবনা…পিছনে দেখি গুলশান লেক…মাঝে মাঝে ইচ্ছে হয় চেয়ার ঘুরিয়ে বসে থাকি কিছুক্ষন……’আপা আপনার ভিসিটর’..ছন্দপতন ঘটে পাশের টেলিফোনে..দেখা হয়না লেকের ধারের স্কুল পালানো ছেলেদের পানির মাঝে দাপাদাপি…দেখা হয়নে এপার ওপারের ৫ টাকার খেয়া নৌকা…নীচে নামি…দেখি কে এলো এই অবেলায়..সিড়ি দিয়ে নামি আর ভাবি…ওহ ফোনটা করে এলেই হত..আবার তো খাব বকা…এই ভাবে ৪টা ৫ টা ৬ তা..এইতো বাড়ি ফিরছি….আবার চলা..ওহ কাজের মেয়েটা আগে চলে গেল কেন…….এখন কে করবে এত কাজ…আই এম টু টায়ার্ড..ইসন্ট ইট গড?উফফফ এবার ডাকছে মা…এখন আসতে পারবো না…কাজ করছি…উফ সময় হয়ে যাচ্ছে…তুমি কোথায়? এত অফলাইন মেসজে দিয়ে রাখলাম দেখোনা? ফোনটাও তো তোলো না…ডু আই এক্সিস্ট? একেবারেই আজকাল সময় দিতে পারছোনা…উই আর লুজিং ইচ আদার…ইস দিস লাইফ? সময় গড়ায়…শীতলতা ছাড়ে একটু একটু করে..উষ্ণ হই আমি …ওহ মাই গড...রাত ১তা..প্লিজ যাই ঘুমাতে..সকালে দৌড়াতে হবে…মিটিং আছে একটা ফার্স্ট আওয়ারে…ধুসসস্ যাও….আর থাকা ।লাগবে না…. আমি এবার ….উষ্ণতার খোলস ছাড়ি..ভিজি বর্ষনে…অনেক বরষা নামে চোখে…তুমিও কি বুঝবেনা?...কে বুঝবে তবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।