আমাদের কথা খুঁজে নিন

   

মাদারিপুরে সুনীল সাহিত্য পুরস্কার পেলেন ব্লগার ড. তপন বাগচী

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।
প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে তাঁর জন্মভূমি মাদারিপুরে প্রতিষ্ঠিত সুনীল সাহিত্য ট্রাস্টের পক্ষ থেকে গত শুক্রবার রাতে 'সুনীল সাহিত্য পুরস্কার' দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছেন ড. তপন বাগচী। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে ইসমাইল খান ও নুরুল হক ঢালী। পুরস্কার হিসেবে তাঁদের বই ও ক্রেস্ট দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ও কবি অসীম সাহা। সূত্র: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।