আমাদের কথা খুঁজে নিন

   

মাঝেঝা বুজলামনা



বহুত চেষ্টাচেষ্টির পর চান্দুরে বাগে পাইয়া পাওনাদার হের গলায় গামছা বাইন্ধ্যা টাইন্যা টাইন্যা হাডে লৈয়া যাইতেছে। ‍"আইজকা টেকা না দিয়া যাইবা কৈ হালায় দেইখ্যা লমু।" বারবার আঙ্গুলের চিপা গলাইয়া বাইম মাছের মতো বাইরায়া যাও! আইজকা মজা দেহামু! চান্দু গলায় গামছার টান খায় আর ভাবে, হায় হায়, আমারে গলায় গামছা বাইন্ধ্যা হাডে লৈতাছে, না জানি হাডে লৈয়া কি বেইজ্জতি করে!!! বেইজ্জতির আর বাকি রাখছে! গত দুই বছরে কত কিছুই তো দেখা গেলু। খুটি খাম্বা, কোনো কিছুই তো গোপন রৈলোনা! এতো কিছুর পর মাত্র ৫ কোটি টাকার জন্যে ৫০ কোটি টাকার মানহানীর মামলা দিয়া কি ঢাকবার চায় হেরাই জানে। হেইডা বোঝাও তো কাবিলের কাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.