আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে “White Day” এর শুভেচ্ছা

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

আজ, ১৪ই মার্চ জাপানে White Day পালিত হচ্ছে। Valentine’s Day এর ঠিক এক মাস পর এই দিবস পালিত হয়। ১৯৭৮ সাল থেকে এই রেওয়াজ চলে আসছে। White Day উপলক্ষে আজ এখানে সাধারন ছুটি। জাপানে Valentine’s Day তে সাধারনত মেয়েরা তাদের পছন্দের ছেলেটিকে চকলেট (কেনা বা হাতে বানানো) গিফট দিয়ে থাকে।

তবে হাতে বানানোটাই প্রাপক বেশী পছন্দ করে কারণ, ছেলেটা যে মেয়েটার “একমাত্র” এটা তার নিদর্শন। White Day তে এর ঠিক উল্টোটা। Valentine’s Day তে প্রাপ্ত honmei-choco (ভালোবাসার চকলেট)এর answer day এটা। তবে এবার আর শুধু চকলেট দিয়ে পার পাওয়া যায় না। রেওয়াজ হচ্ছে, Valentine’s Day তে প্রাপ্ত গিফটের দামের কমপক্ষে তিন গুন দামের গিফট দিতে হয় এদিন।

জনপ্রিয় White Day গিফট হচ্ছে; white chocolate, white dress, জুয়েলারী, কাপড়ের তৈরি বিভিন্ন প্রানীর পুতুল ইত্যাদি। মন্দ কি! আপনিও আপনার ভালবাসার মানুষটির প্রতি নানা অছিলায়, নানা অজুহাতে, নানা ভাবে যত খুশি ভালবাসা প্রকাশ করুন! বিঃ দ্রঃ- যাদের জন্য উপরোক্ত দুই দিনের কোনটিই প্রযোজ্য নয়। হতাশ হবার কিছু নেই, তাদের জন্যও দিবস আছে। দক্ষিণ কোরিয়াতে White Day এর ঠিক এক মাস পর, অর্থাত্ ১৪ই এপ্রিল পালিত হয় Black Day। যারা Valentine’s Day এর চকলেট বা White Day এর গিফট কোনটায় পায় না তারা এইদিন একসাথে জড়ো হয়ে একধরনের কালো নুডুলস খেয়ে তাদের একাকীত্তকে celebrate করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.