(-(..(''.'')..)-)
[আল্লাহু আকবর]
আল্লাহর শানে হামদ:
===========
আল্লাহকে যারা বেসেছে ভাল,
দু:খ কি আর তাদের থাকতে পারে
হতাশা কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কুরআনের বাণী,
লয়েছে মুখে হাদীসের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে। ঐ
সামনে বাড়াল পা যারা আজ
নূতন্ এক পৃথিবী গড়তে
জানা তো ছিল তাদের সবার
কত যে হবে লড়তে
জীবনের সব পিছু টান তাই
হেরে যায বারে বারে
হতাশা কি আর... ঐ
মায়ের আদর, বোনের হাসি, সংসার-সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে, অজানার পথে
মুখে বয়ে চলে যোদ্ধার হাসি
জীবন বাজি রেখেছে যে তারা আজ
মরণ দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে
রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে
রুখবে কে আজ তারে...
হতাশা কি আর ....ঐ।
[ভুল থাকলে সংশোধন করে দিবেন, প্লিজ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।