যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।
১৫-১৭ বছরের সমস্ত বালকদেরই মেয়েদের প্রতি একটা অনুরাগ তৈরী হয়। যেন প্রকৃতির অমোঘ নিয়মে এটা হবেই।
ছেলেদের ক্ষেত্রে বিষয়টা যেমন অনেক বেশী, মেয়েদের ক্ষেত্রেও কি ততোটা?
কি জানি, আমিতো মেয়ে না, তাই আমার পক্ষে বলা সম্ভব হবে না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, মেয়েদের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশী কাজ করে।
তাই তারা মনে হয় সব ব্যাপারগুলোতে ছেলেদের চেয়ে অনেক বেশী পরিমাণে রক্ষণশীল হয়।
অনেক ক্ষেত্রে অনেক বেশী পরিণত হয়ে ওঠার পরিচয় পাওয়া যায় তাদের কাজে।
আমি জানি আমি যখন আরো বড় হব (এবং আমার মত সবাই) তখন বিষয়টি অনেক পরিষ্কার হবে। কিন্তু যারা বড়, তারা তো জানেন এর কারণ। বললে মনে হয় আগে থেকেই সাবধান হওয়া যেত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।