বুকের ভেতর বহুদূরের পথ.........
মনে আছে সেই শৈশবে যখন বিটিভি ছিলো একমাত্র বিনোদন, চাতক পাখির মত বসে থাকতাম শুক্রবারের বাংলা ছিঃনেমায় কখন মারামারি দেখাবে। আর বৃহস্পতিবার মুভি অফ দ্যা উইকে সামান্য ঢিশুম ঢিশুমের আভাস পেলেই বাবা-মা'র বকুনি অগ্রাহ্য করে রাত বারোটা পর্যন্ত জেগে কাটিয়ে দিতাম। তারপর রুবেলের "লড়াকু" যখন মুক্তি পেল সিনেমা হলে তখন বন্ধু মহলে কী উত্তেজনা!! একেই বলে অ্যাকশন!!! আমার মত যাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে তারা ভাল মনে করতে পারবেন।
যাহোক অ্যাকশন মুভির ভক্তদের জন্য ১২ টি মুভির একটা তালিকা দিচ্ছি। মুভিগলো কাহিনী বা অন্য অনেক দিক দিয়েই হয়ত সমালোচনার উর্ধ্বে নয় কিন্তু মারামারির দৃশ্যগুলো (আন আর্মড) অসাধারণ! যারা দেখেছেন তারা মন্তব্য করুন, আর যারা দেখেননি তারা ..................অবশ্যই দেখুন।
১২. কোনান দ্যা বারবারিয়ান- ১৯৮২
অভিনয়ঃ আর্নল্ড শোয়ার্জনেগার
১১. ফিস্টস অফ ফিউরি- ১৯৭৩
১০. কিক বক্সার- ১৯৮৯
অভিনয়ঃ ভ্যান ডাম
৯. মরটাল কমব্যাট- ১৯৯৫
৮. এন্টার দ্যা ড্রাগন- ১৯৭৩
অভিনয়ঃ ব্রুস লি
৭. রকি- ১৯৭৬
অভিনয়ঃ সিলভেস্টার স্ট্যালন
৬. কারাটে কিড- ১৯৮৪
৫. বেস্ট অফ দ্যা বেস্ট- ১৯৮৯
৪. ব্রেভ হার্ট- ১৯৯৫
অভিনয়ঃ মেল গিবসন
৩. রকি ৪র্থ পর্ব- ১৯৮৫
অভিনয়ঃ সিলভেস্টার স্ট্যালন
২. ড্রাংকেন মাস্টার- ১৯৭৮
১. ব্লাড স্পোর্ট- ১৯৮৮
অভিনয়ঃ ভ্যান ডাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।