আর্মি আর বিডিআর কেমতে এত বড় ইস্যু হইল বুজতে চেষ্টা করতাছি কয়দিন ধৈরা। আমি ভাবি আর বুইজা পাই না, আপনারা কিছু কইতে পারেন:
* এই দেশে গার্মেন্টসে আগুন লাগলে একসাথে কয় জন সেলাই কন্যা মারা যায়?
* প্রতি বছর লঞ্চডুবিতে একসাথে কয়টা করে আদম বাঙাল মরে?
* মিছিলে গুলি হইলে কে মরে কে বাঁচে কে মরে তার খবর কে রাখে?
* মেডিকেল কলেজের বেডে ডাক্তারের ভুল চিকিৎসায় বা অবহেলায় শিশু মারা গেলে কে খবর রাখে?
* র্যাব এই পর্যন্ত কয়জন মানুষকে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বাইপাস করে খুন করেছে?
এইরকম হাজারে-বিজারে মানুষগুলা রেগুলার মারা যায় যখন, তখন কি পেরাইম মিনিস্টার তাগো সাথে মিটিং করে? তিনি কি তাগোর ধমক খান? আপনেও জানেন আমিও জনি! পেরাইম মিনিস্টার কি খালি বিডিআর-আর্মীর ভোটে ঐ চেয়ারে বসছে?
না তা বসে নাই! ঐ মানুষগুলার ভোটেই বসছে! তারপরেও তারা মানুষ না! মানুষ খালি ঐ প্রাণীরা! ঐ প্রাণীরা সবদিকেরটাই খায়; গাছেরটা তো খায়ই, তলেরতাও হাপিস কৈরা ফালায়! রিটায়ার করার পর তারা হয় সরকারি সকল এজেন্সীর পরিচালক, মহাপরিচালক ইত্যাদি ইত্যাদি।
তাইলে বিডিআর আর আর্মীরাই খালি মানুষ? কেমন মানুষ? তারা কি আলাদা শ্রেণীর মানুষ? যদি না হয় তাহলে মধ্যবিত্ত বাঙালী বিডিআর আর্মীর জন্য এত চিন্তিত কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।