আমাদের কথা খুঁজে নিন

   

শহীদুলের অসময়ে চলে যাওয়া



বড় অসময়ে চলে গেল শহীদুল। মাত্র ১১ দিন আগে রহমান শফিক ভাই আর আজ শহীদুল। প্রথমজন আমার দুই বছেরর বড় আর পরের জন ছোট একই ব্যবধানে। আমাদের ১০ জনের ডর্মের সবচে' চৌকশ দু'জন পাড়ি জমিয়েছে সুদূর অজানায়। ভাবতেই মন ভেঙে যায়, চোখ ভিজে আসে।

কত কথা মনে পড়ে! ওরা তিনজন সহপাঠি তৌকির(খ্যাতিমান তৌকির আহমেদ),মুস্তাক আর শহীদুল ছিল আমাদের ডর্ম থ্রি তে। মুস্তাক এখন প্রৌশলী, তৌকিরের তো নামেই পরিচয়,আর শহীদুল গেল আর্মি তে। তবে সে সময় শহীদুল সবার থেকে এগিয়ে। ইংরেজি বাংলা দু'টিতেই ছিল তার সমান দখল। নিষ্পাপ চেহারা চমৎকার উচ্চারণ আর আকর্ষণীয় বাচন ভঙ্গীর জন্যে ওদের গ্রুপের আবৃত্তি, বক্তৃতা আর Current Affairs Display র পুরস্কার ওর জন্যে বাঁধা ছিল।

সব সময়ই তার চেষ্টা ছিল এক্সট্রা কিছু করার। তাই আর্মিতে এসেও ও হল পাইলট। প্রায় একযুগের বেশি ওড়ার অভিজ্ঞতা যার,আজ সকালে হেলিকপ্টার দূর্ঘটনায় প্রাণ দিতে হল তাকেই। দুই সপ্তাহ আগে একটি গ্যাস স্টেশনে শহীদুলের সাথে শেষ দেখা হয় আমার। আর্মির সিনিয়র লেফটেন্যন্ট কর্ণেল সে তখন।

কত কাল পরে দেখা অথচ আলাপ চারিতায় সেই তিরিশ বছর আগের শহীদুল। মুখের হাসি যার ট্রেড মার্ক। ঠাট্টা করে বলি শহীদুল তুমি বড় হবা কবে? ও বলল আপনাদের কাছে বড় হতে ভাল্লাগে না। সেই শহীদুল, ছোট্ট ভাইটি আমার আসবেনা কোনদিন একথা ভাবা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.