উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
ডেবিয়ান এচ এর ব্লগ
গত বছরের শুরুতে লিখেছিলাম ডেবিয়ান "এচ" এর সংস্করনের ব্যপারে। এবার ডেবিয়ান "লেনি" ৫ সংস্করনিট আত্মপ্রকাশ করেছে। তারিখটি সম্ভবত ২১শে ফেব্রুয়ারী ২০০৯ খৃঃ।
ডেবিয়ানের লিনাক্স সংস্করন অনেকগুলো কারনে গুরত্বপূর্ণ ও স্বতন্ত্র। প্রথমত "উবুন্টু" র ন্যয় জনপ্রিয় লিনাক্স সংস্করনটি ডেবিয়ান অনুসৃত।
উবুন্টু ছাড়াও আরও রয়েছে MEPIS, Dreamlinux, Damn Small Linux, Xandros, Knoppix, Linspire, sidux, Kanotix, Parsix and LinEx, among others.[10] ইত্যাদি লিনাক্সের "ডেব" সংস্করন।
ডেবিয়ানই একমাত্র লিনাক্স সংস্করন যার অর্থায়নে কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নেই বলে "ডেবিয়ান" প্রতিষ্ঠানটির দাবী। আরও বিশ্বের নানাহ এলাকা থেকে প্রায় এক হাজারেরও অধিক প্রোগ্রামার "ডেবিযানে"র উন্নয়নে অবদান রেখে থাকেন।
"ডেবিয়ান" প্রায় ১২টি হার্ডওয়্যর প্ল্যটফরম সমর্থন করে।
"ডেবিয়ান" এচ ছিল প্রায় ১৮০০০(আঠারো) হাজার এ্যপলিকেশন সংযোজিত।
আর "ডেবিয়ান" 'লেনি' তে রয়েছে ২৩০০০(তেইশ) হাজার সংযোজনযোগ্য এ্যপলিকেশন।
উন্মুক্ত সংজ্ঞাটি তারা এতটাই কঠিনভাবে মূল্যায়ন করে যে, তাদের কাছে "ফায়ারফক্স" ও সম্পূর্ণরুপে উন্মুক্ত নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।