/
প্রতিপক্ষ জিতে গেছে বলে কোন আক্ষেপ নেই
আমারই নির্বাসনে আমি বেঁচে আছি কাত হয়ে
উলটানো শিকড়ের সাথে মাটির দৈব সংযোগে
আমার জীবনও আছে এক
মূলহীন, দুর্বল প্রশাখায় কোন মতে ঝুলে আছি।
নীল সমুদ্রের তলে শঙ্খ ডুবে রয়
প্রাণ ভূমিকায় গভীর আচ্ছন্ন নির্জীব
মু্ক্তোর ক্ষত নিয়ে বেড়ে ওঠে সংবেদন প্রহেলিকার মত
এ আগুন কখনও আকাশ ছোঁয় না
এ আগুন গৃহিনীর ফেলে রাখা উনুনের শেষ আঁচ।
অবিন্যস্ত রান্নাঘরে ভাঙা উনুনের ছায়া
আলোকে বিব্রত করে
আমি নিরুত্তাপ ছায়ার আগুনে লজ্জ্বিত হই বারবার
ইচ্ছের সৌধগুলো নিষ্ঠুর পাথরের
প্রতিধ্বনিত হয়ে যারা কিনা পুণরায় ফিরে আসে
নিস্ফল প্রতিশব্দের অনুরণনে হৃদয় নির্লিপ্ততায় ঠায় দাড়িয়ে থাকে
অভিব্যক্তিহীন
তথাপি যে সমস্ত কথা বলি কালে ভদ্রে কোন পর্যটকের সাথে
হয়তো কখনও স্মরনাতীত কালে মুখ ফসকে বেরুনো যাকে
কিছুতেই গিলে ফেলা যায় না
আমারই নিষ্প্রাণ প্রতিপক্ষ তখন প্রবল শিকারীর মত স্ব পক্ষকে খুন করে
আমি আদৌ না নড়ে মুহূর্মুহু খুনের জন্য অজস্র বার
খুন হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।