............................................
আমার হাসি পেলে আমি মুখ বন্ধ করে রাখতে পারি
আমার কান্না পেলে কান্না চেপে রাখতে পারি
কিন্তু আমি কেন রাগ সামলাতে পারিনা!
রাগে আমার মাথার পিছনে ব্যথা করে
আমি হয়ে যাই বেসামাল
মাঝে মাঝে যখন এক তরফাভাবে কড়া কথা শুনানোর দরকার পড়ে
তখন আমার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়
তখন যেই কথাগুলো বলা প্রয়োজন সেগুলো বলি
এলোমেলো ভাবে!
যখন ফাইট করার প্রয়োজন পড়ে তখন আমার কান্না পায়
হেরে যাচ্ছি আমি মেনে নিতে পারিনা
সামনে থেকে সরে অন্য জায়গায় গিয়ে নিজেকে সামলাই
কিন্তু পরে বলি
তার সাথে কথা বলতে আমার রুচি হয় নি
তাই তর্কে যাইনি
এভাবেই প্রতিনিয়ত হেরে যাচ্ছি আমি!
খোঁচা আমি সহ্য করতে পারি
আমাকে খোঁচালে মনেহয় আমিই সুযোগ করে দিয়েছি
কি জন্য যেন তার উপর রাগ হয় না
কিন্তু তার সাথে কোনোদিনই স্বাভাবিক হতে পারিনা
আমি জানি আমি বেয়াদব
তার জন্য আমি যথেষ্ট পরিমাণ লজ্জিতও
ভালো হওয়ার চেষ্টা করি
কিন্তু এসব রাগ-হাসি-কান্নার ভিরে
ভুলে যাই সব
আমি আমি টিই রয়ে যাই!
নানী বলতেন: মরলেও মানুষের স্বভাব পরিবর্তন হয় না.......এখন তাই তো দেখছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।