আমাদের কথা খুঁজে নিন

   

(১) হৃদরোগের ওষুধে ভয়ংকর অভিজ্ঞতা!

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

বহুল ব্যবহৃত হৃদরোগের ওষুধ ভুলিয়ে দিতে পারে ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতি। এ তথ্য দিলেন ইউনিভার্সিটি অব আমস্টারডাম এর বিশেষজ্ঞরা। গবেষণার একটি অংশ হিসেবে ৬০ জন স্বেচ্ছাসেবীকে মাকড়সার ছবি দেখানোর পর মৃদু বৈদ্যুতিক শক দিয়ে তাদের মস্তিষ্কে ভয়ংকর অভিজ্ঞতার সৃষ্টি করা হয়। এরপর তাদের দুদলে ভাগ করে একটি দলকে হৃদরোগের ওষুধ বেটা ব্লকার প্রোপানল দেয়া হয়।

অপর দলটি তা গ্রহণ করে নি। পরদিন আবার তাদের ছবিগুলো দেখানো হয়। দেখা যায় যে দলটি বেটা ব্লকার গ্রহণ করেছিল তারা অতটা চমকে যায় নি। ইউনিভার্সিটি অব লণ্ডনের একজন বিশেষজ্ঞ বলেন, খারাপ স্মৃতি পরবর্তীতে ভুল শোধরানোর কাজে লাগে। তবে কিছু খারাপ স্মৃতি ভুলেযোওয়া ভাল।

বিবিসি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।