আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ও বিবাহ ।



অনেকেই বলে থাকেন প্রেম জীবনে এক বারই আসে । কবি তার কবিতা, শিল্পি তার গান এবং সাহিত্যিক তার সাহিত্যকে মহিমান্হিত করেছেন ঐ একটিমাত্র শব্দে । এই যে আমরা প্রেমের ক্ষেত্রে কথায় কথায় উদারন দিই লাইলি মজনু , শিরি ফরহাদ এবং চণ্ডিদাস রজকিনির , কিন্তু কেউকি দিব্য করে বলতে পারবেন, তাদের জীবনের প্রথম এবং শেষ প্রেম ঐ একটাই , না কেউই বলতে পারবেন না । আমরা কেউই সঠিক তথ্য জানিনা । প্রেম জীবনে একবারই আসে এ কথাটি বলার জন্য যত মাধুর্য্যপৃন হোক না কেন কিন্তু বাস্তবে এর কানা কড়িও মুল্য নেই ।

মানুষের জীবনে প্রেম একবারই আসে এ কথা সম্ভঃবত সত্য নয় । প্রেম বার বার আসতে পারে তবে প্রতি বারই মনে হয় এই জীবনের এক মাত্র এবং অকৃতিম প্রেম । নুতন প্রেমের কাছে অতিতের প্রেমের কোন চিন্হ থাকে না । কেউ ভাবতেও পারে না হয়তো কয়েক ঘন্টা, কয়েক মাস বা কয়েক বছর পর আবার একজনের সংঙে দেখা হবে জীবনের কোন নুতন ষ্টেশনে। সে দিনের সব উতালতা আজকের ব্যাকুলতার কাছে কত গৌন হয়ে যাবে ।

বিবাহের মধ্য দিয়ে এক দিন নর নারীর মধ্যে যে সম্পর্ক গড়ে উঠে ,সে সম্পর্ক বিবাহ বহিভুত জীবনের প্রেমের সম্পর্কের মতো অত হালকা নয় অত ক্ষীন ভংকুর নয় । দিনের পর দিন রাতের পর রাত একজন নারী ও একজন পুরুষের মধ্যে স্বামী ও স্ত্রীর সম্পর্কের যে ঘনিষ্ঠতা- ভুল, দোষ ত্রুটি, স্নেহ ভালবাসা, মায়া মমতা মান অভিমানের ভিতর দিয়ে একটু একটু করে গড়ে উঠে তা সহজেই মুছে ফেলা যায় না । আইনের রশি দিয়ে স্বামী স্ত্রীর কণ্ঠ পেচিয়ে ধরলেই শ্বাস রোধ করে সহজেই সম্পর্কের ইতি টানা যায় না বহু মাস বছর তার রেস রয়ে যায়- দেহ মনে অন্তরের সব খানে সব জায়গায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.