আমাদের কথা খুঁজে নিন

   

আজেবাজে কয়েক ছত্র

শেষ বলে কিছু নেই

জ্বলন্ত ল্যান্টার্নের কাছে উড্ডিন এক মুখের সিল্যুয়েট; যেন সূর্য আর চন্দ্রের সম্পর্ক নিয়ে প্র্যাকটিক্যাল কাস চলছে স্কুল ল্যাবরেটরিতে; চন্দ্রের নিজস্ব আলো নাই-এটা আয়রনি অব ফেট! ও চাঁদ, ও ল্যাবরেটরি, ও ল্যান্টার্ন, যাও- হটো- অপরিচয়ের অন্ধকারে আমি সময়ের সীমানায় পরিচিত মুখের আদলে রং আর লালায় রিরংসা আঁকব একবার দু’বার বারে বারে পৃথিবীর অন্তর্গত অন্ধকারে- এর নাম হচ্ছে ডেট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।