মাদকাসক্তরা শত্রু না মিত্র?
সামাজিক সচেতনতার অন্যতম একটি উপায় হলো স্বশিক্ষিত হওয়া। প্রতিটি মানুষ যদি স্বশিক্ষিত হয় আলোকিত হয় তো সেই আলোতেই সমাজ আলোকিত হবে। অবয়গুলোর দিকে সমাজ ধাবিত হবে না। মূল্যবোধের অবয় তখনই হয় যখন মানুষ নিজেদেরকে সামাজিকভাবে ধরে রাখতে পারেন না। কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখনই যখন সে নিজের অবস্থান সম্পর্কে সন্দিহান হয়ে পড়ে।
কিন্তু মানুষ যদি স্বশিক্ষার আলোয় আলোকিত হয়, সমাজকে ও সমাজের মানুষগুলোকে মূল্যায়ন করতে শেখে তাহলে নিজেকে ধ্বংস করার প্রবণতা কমে যাবে। অবশ্য এর জন্য দরকার যৌথায়ন ও পারস্পরিক সামাজিক দায়বদ্ধতা।
আমার কাছে সামাজিকভাবে সচেতন হওয়ার একটি অন্যতম উপায় হলো শিল্পচর্চা। শুদ্ধ শিল্পচর্চার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তাছাড়া শিল্পচর্চা মানুষকে উচ্ছৃঙ্খল ও নৈরাজ্যিক জীবনযাপন থেকে দূরে থাকতে সাহায্য করে।
প্রতিটি মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে।
মাকদাসক্তি আমাদের দেশে এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক বৈপ্লবিক ও সৃষ্টিশীল জীবন ঝরে যাচ্ছে নেশার নীল দংশনে। সামাজিক অবক্ষয় রোধে এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার নানা বিকল্প পথ রয়েছে। একটি জাতির উন্নতি নির্ভর করে তরুণ-তরুণীদের ওপর।
তরুণ-তরুণীরাই এগিয়ে নেয় দেশ ও জাতিকে। তাই তরুণ-তরুণীদের উচিত হবে জনগণের গণতান্ত্রিক সংগ্রাম ও প্রত্যাশাকে সম্মান দেয়া। নিজেকে জনগণের জন্য সঠিকভাবে গড়ে তোলা। আর এসব ক্ষেত্রে নেশা কখনোই সহায়ক হতে পারে না। সুস্থ ও বিপ্লবী জীবন গঠনের জন্য অবশ্যই সকল প্রকার নেশাকে 'না' বলতে হবে।
এক্ষেত্রে পরিবার ও বন্ধুর ভূমিকা সবচেয়ে বেশি। একজন মানুষ পবিরার ও বন্ধুর সঙ্গেই সময় কাটায় সবচেয়ে বেশি। তাই এই দুজায়গায় যদি সুস্থ পরিবেশ থাকে তাহলে অঘটনের সম্ভাবনা কমে যায় অনেকটাই। নেশাবাজরা কি জনগণের প্রকৃত বন্ধু হতে পারে?
সারাবিশ্বই এখন লড়ছে এইডসের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘাতক ব্যাধিটির ঝুঁকিতে আছে আমাদের বাংলাদেশও।
এইডসের সংক্রমণ এড়াতে হলে এখনই সচেতন হতে হবে সবাইকে। আমাদের দেশের উল্লেখযোগ্য মানুষ প্রতিবছর কাজের জন্য বিদেশ যায়। তেমনি ফিরে আসে বহুমানুষ। কোনো সঙ্কোচ না করে এরা যদি এইচআইভি পরীক্ষা করেন তাহলে ভালো হয়। কারণ এতে করে ব্যক্তিগত এবং সামাজিক উভয় দিক থেকেই লাভবান হওয়া যাবে।
সামাজিক নিরাপত্তাও নিশ্চিত হবে।
সবচেয়ে বড় কথা হলো নিজেকে, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাহলেই এসব অনাকাঙ্খিত বিষয় থেকে মুক্ত থাকা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।