আমাদের কথা খুঁজে নিন

   

২০০৯ এ BDR এর দৃশ্যের সাথে , ৭১ এর দৃশ্যের মিল

Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society

যা ঘটল তা আর ভাষায় প্রকাশ করার মত ভাষা খুজে পাচ্ছি না। ২৫ ও ২৬ তারিখ এ যা ঘটল, যা দেশের টিভি দর্শকরা দেখল ও শুনল, তাতে এটুকু বোঝা গেল BDR সদস্যদের অনেক দিনের জমা ক্ষোভের এই বহিঃপ্রকাশ। কিন্তু যা ঘটল - তাতে মনে হয় না এগুল কোন Instant decision এর ফলাফল। খুব গুছান কাজ। বেছে senior army offiicer দের শেষ করা হ্ল ।

সংখাও ১০০ জনের উপরে। BDR জোয়ানরা রিপোর্টারদের সামনে যে ভাবে উত্তেজিত ভাবে তাদের মনের ভাব প্রকাশ করছিল, তাতে মনে হচ্ছিল না - ডালভাত প্রকল্প, ভোট এর টাকা না পাবার জন্য এরকম কলঙ্কজনক কাজ করবে । মনে হয় - তাদের ক্ষোভ গুলকে কাজে লাগিয়ে Master রা তাদের কাজ হাসিল করে গেল। ফলাফল হ্ল ২টা সুশৃঙ্খল বাহীনিকে পরস্পরের বিরুদ্ধে পাকাপোক্ত ভাবে দাড় করিয়ে দিল। গনতান্ত্রীক সরকার খুব দক্ষতার সাথে প্রাথমিক সমস্যার সমাধান করেছেন।

সামনে তাদের এখন বিরাট Challenge. খুজে বের করতে হবে - কেন মাস্টার প্লান আগে জানা গেল না ? আশা করি দক্ষতার সাথে এ প্রশ্নগুলর উত্তর বের করে জাতিকে জানাবেন এবং দোষীদের চরম শাস্তি দেবেন ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।