আমি অতি ক্ষুদ্র একজন মানুষ
অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরেবাংলা এ.কে. ফজলুল হক বলেছিলেন- 'হিন্দুরা যখন আমার প্রশংসা করে, তখন আমি বুঝতে পারি যে- আমি মুসলমানদের কোন ক্ষতি করছি।'
এ মহান নেতার উক্তিটি যে ১০০% সত্যি, তা উপলব্দি করছি দেশের এই চরম সংকটকালে।
বি.ডি.আর বিদ্রোহ শুরুর সাথে সাথে ভারত সীমান্তে বি.এস.এফ এর সংখ্যা দ্বিগুন বৃদ্ধি, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ফোনে সাহায্যের প্রস্তাব, সীমান্তে বি.এস.এফ জওয়ান কর্তৃক বি.ডি.আর জওয়ানদের বিদ্রোহে সাহায্যের আশ্বাস, ভারতীয় 'র' কর্তৃক জামাত এবং সা.কা.র লিংক আবিস্কার, বাংলাদেশে পিস্ মিশনের জন্য ভারতীয় সেনা পাঠানোর প্রস্তাব, এছাড়া ভারতীয় মিডিয়াতে- নিষিদ্দ ঘোষিত বিভিন্ন জঙ্গী সংঘঠন এবং সাবেক বি.ডি.আর মহাপরিচালকের এই বিদ্রোহে সংশ্লিষ্টতা আবিষ্কার, সবই একসূত্রে গাথাঁ।
বি.ডি.আর বিদ্রোহের শুরুতে বাংলাদেশী মিডিয়াগুলো জনগণকে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে এবং তারা দেশের সশস্ত্র বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাড়ঁ করিয়ে দেয়।কিন্তু তাদের সেই ষড়যন্ত্র যখন সফল হয়নি, তখন এ দায়িত্ব কাঁধে তুলে নেয়- ভারতীয় মিডিয়া এবং সরকার।
আমরা যখন আমাদের এই শোককে, শক্তিতে পরিণত করে সমগ্র জাতি একতাবদ্ধ হচ্ছি, তখনই জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে সীমান্তের ওপারের দাদা বাবুরা আর তার সাথে হাত মিলিয়েছে এদেশের একশ্রেণীর তস্কর বুদ্ধিজিবি আর তাদের দোসররা।
তাই বর্তমান সরকারের কাছে দাবী - দেশের এই অপূরণীয় ক্ষতিতে যে সব ষড়যন্ত্রকারী জড়িত,তদন্ত করে তাদের বের করা হোক এবং জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন করা হোক, আর যদি বাইরের কোন শক্তি এর সাথে জড়িত থাকে, তবে তার নাম প্রকাশ করা হোক। আর ভেতরের যারা জড়িত তাদের কঠোর শাস্তি (ফাঁসি) দেয়া হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।