একটু পরে ঘুমাতে যাব। জানিনা আমার সেই ছোট সুন্দর দেশ টা তে কি হচ্ছে! এই দুটো দিন এই বিদেশ বিভুঁই এ বসে যে কিভাবে কাটালাম। প্রতিটি মুহুর্ত ব্লগ ওপেন রেখেছি। একটা খবর পেলেই সবাই কে ছুটে জানিয়েছি। জানিনা আমরা কখনও জানতে পারব কিনা আসলে ভেতরে কি ঘটেছিল।
কি হচ্ছে এই রাতে। আর কোনো রক্তপাত চাইনা। প্রকৃ্ত খবর জানবার অধিকার আমার আছে। এই দুই রাত শুধু দুস্বপ্ন দেখে কাটিয়েছি। আজ রাত টাও কি এভাবে কাটবে? মৌ দের বাসা এলিফেন্ট রোড।
নিজের পরিবারের জন্য কতটা চিন্তা হয় দূরে থাকলে সেটা বলে বোঝানো যাবেনা। ক্লাস এ যাই সকালে। ফিরতে ফিরতে বিকেল বা সন্ধে। এসে রান্না করে খেতে হয়। ল্যাব এ কাজ থাকলে তো রাত।
কোনোভাবে কিছু খেয়েই আবার আগামি দিনের জন্য প্রস্তুতি। এই দুটো দিন মনে হচ্ছিল আমার নিজের বুকেই বুলেট বিঁধেছে। জন্মের পরে এরকম বড়ো বিপদ দেখিনি আমার দুখি বাংলাদেশের। এ জন্য কেমন ওলোটপালোট হয়ে ছিলাম। এখনও।
আমি দুস্বপ্ন খুব ভয় পাই।
শুধু স্বপ্ন দেখি ঘুম থেকে জেগে উঠবার পরে বাসার সেই ছোট্ট ঘরে নরম বিছানাতে বাইরে থেকে আসা সকালের মিষ্টি রোদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।