আমাদের কথা খুঁজে নিন

   

রুদ্ধশাসের ১৬৮/১৩৭/২২/৯ সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

বিডিআর দরবার হলে ১৬৮জন সেনা থেকে যাওয়া বিডিআর অফিসার উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৯জনের লাশ পাওয়া গেছে। ২২জনকে মুক্তি দেয়া হয়েছে। ১৩৭জন অফিসারের কোন খোজ পাওয়া যাচ্ছে না। [শেষ পর্যন্ত পড়ুন গুরুত্বপূর্ণ তথ্য আছে] কুমিল্লা বিডিআরের সেক্টর কমান্ডার কর্ণেল নকিব, জিটু মেজর আরিফ, ৩৩ব্যাটালিয়ন সিও লেঃ কর্ণেল ফখরুদ্দিন সাহেবরা কেমন আছেন কেউ যদি জানেন তাহলে একটু জানান প্লিজ।

তারা ঢাকার দরবার হলে ঘটনাস্থলে ছিলেন। এখানকার সদ্য বিদায়ী ৩৩ব্যাটালিয়ন সিও লে. কর্ণেল মুকিম সাহেবের খবরও যদি কেউ যেনে থাকেন তবে একটু জানানোর অনুরোধ রইল। কুমিল্লা বিডিআর সেক্টর হেডকোয়ার্টার আর কুমিল্লা সেনানিবাসের দূরত্ব মাত্র কয়েক'শ গজ। এখানকার পরিস্থিতি শান্ত। তবে এখানে কোন কর্মকর্তা নেই।

কুমিল্লা বিডিআর সেক্টর হেডকোয়ার্টারের নিয়ন্ত্রনে ৩টি ব্যাটালিয়ন কুমিল্লা ৩৩, ফেনী ১৯ এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল ১। এসব এলাকায় ফেনীতে জওয়ানরা বিদ্রোহ ঘোষনা করে, ব্রাহ্মণবাড়িয়ায় চাপা উত্তেজনা রয়েছে। কুমিল্লার পরিস্থিতি অনেকটা শান্ত। সর্বশেষ জেনেছি কুমিল্লা বিডিআর হেডকোয়ার্টারের আবাসিকের সকল পরিবার যে যেভাবে পেরেছে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। আর সেক্টরের অস্ত্রাগার সিলগালা করেছেন সেখানে অবস্থানরত এক বিডিআর (আর্মি) অফিসার।

এছাড়া কুমিল্লার কান্দিরপাড় জামে মসজিদের মিনারের পাশ থেকে একটি ট্রাঙ্ক পাওয়া গেছে আজ বিকেলে। সাধারন মানুষ ট্রাঙ্কটিকে দেখে বোমা বলে চিৎকার চেচামেচি শুরু করলে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস, Rab ও পুলিশ সে জায়গাটি কর্ডন করে রেখেছে। বলা হচ্ছে আর্মির বোমা এক্সপার্টরা আসবে কিন্তু কেউ এখনো আসেনি। ধারনা করা হচ্ছে জেএমবি এই ঘটনার সাথে জড়িত।

সর্বশেষ আপডেট- রাত ৯.২৯ Rab ও পুলিশ মসজিদের ঐ অংশ তালাবদ্ধ করে উৎসুক জনতাকে সেখান থেকে চলে যেতে বলে। ততক্ষনে নিরাপত্তাকর্মীর সংখ্যাও কমে যায়। তারা জানায় আগামীকাল সকালে বোমা বিশেষজ্ঞরা এসে ট্রাঙ্কয়ের তালা খুলবে এবং ভেতরে বোমা থাকলে নিস্ক্রিয় করবে। কিন্তু জনতার আর তর সইল না। তারা গেট ঠেলে ভেতরে প্রবেশ করে এবং মরণের ঝুকি নিয়ে বোমাভর্তি ট্রাঙ্কয়ের তালা খুলে ফেলে।

এবং ততক্ষণে সবগুলো চোখ ভয়ে যেন বেরিয়ে আসছিল। তার সবাই হা করে তাকিয়ে রইল। আর যারা একটু পিছনে ছিল তারা আল্লাহর নাম নিয়ে দিল দৌড়। সেগুলো বোমা ছিল না ছিল একটি কাথা দিয়ে মোড়ানো বালিশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.