হাসিনার ভাষণের মূল বিষয়গুলো-
১. বিগত বছরগুলোতে চাল-ডালের দাম দেশের মানুষের জীবনকে দূর্বিসহ করে তুলেছে।
২. কোন রাজনৈতিক দল যেন এমন কোনো পদক্ষেপ না নেন, যাতে দেশের অবস্থা আরো খারাপ হয়।
৩. যারা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
৪. হাসিনার সাথে মিটিং-এ বিডিআর জোয়ানরা, সাধারন ক্ষমা চেয়েছিলেন। এবং তিনি ক্ষমা দিয়েছন।
৫. "আইন নিজের হাতে তুলে নেবেন না। "
৬. সকলকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করেছেন।
৭. তিনি প্রশ্ন করেন: আপনারা কার বুকে গুলী চালাবেন? তারা তো আপনারই ভাই। ভাই হয়ে আরেক ভাইয়ের বুকে গুলী চালাবেন না। কোনো বোনকে স্বামীহারা করবেন না।
৮. "আপনারা অস্ত্র সমর্পণ করুন। আপনাদের কোন ক্ষতি হবে না। এমন কিছু করবেন না, যাতে আমার ধৈর্য্য নষ্ট না হয়। আপনারা এখুনি ব্যারাকে ফিরে যান। আপনারা আমাকে সাহায্য করুন।
নয়েতা আমি দেশের স্বার্থে কেঠোর হতে বাধ্য হবো। "
৯. একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১০. চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন।
১১. আত্মঘাতী এবং হানাহানী বন্ধ করতে বলেছেন। বিদ্রোহীদেরকে এখুনি অস্ত্র ছেড়ে দিয়ে ব্যারাকে যেতে বলেছেন।
নইলে দেশের স্বার্থে কঠোর ভূমিকা নিতে বাধ্য হতে হবে।
* * সংঘর্ষে কমপক্ষে ৫০ জন মারা গেছে। তবে সামরিক বাহিনীর সংবাদে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ১৫০ মতো হতে পারে।
*প্রধানমন্ত্রীর বাসভবনসহ বেশ কিছু এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কামানসহ ভারী অস্ত্র নিয়োগ করা হয়েছে।
* দেশের অন্যান্য স্থানেও বিডিআর সৈন্যরা গোলাগুলীতে লিপ্ত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
* জাতীয় পার্টির এরশাদও পিলখানায় গিয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি স্থান ত্যাগ করেন। - 2:45pm
* সমযোতার জন্য আরো ৪০ মিনিট সময় দেয়া হয়েছে।
* শেখ হাসিনা জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা এবং মন্ত্রীদের সাথে মিটিং হয়েছে। ৩ বাহিনীর প্রধানের সাথেও তার বৈঠক হয়েছে।
* সরকার দুপুর ২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছে। এর ভেতর সকল অস্ত্র সমর্পণ করতে হবে।
* জিগাতলার বেরিবাধের ড্রেইন থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে অসংখ্য গুলীর চিহ্ন। কর্নেল আনিসের লাশ সনাক্ত করা হয়েছে।
* জিগাতলায় অবস্থিত আম্বালা হোটেল থেকে আলোচনা পরিচালনা করা হচ্ছে। মতিয়া চৌধুরী ওখানে অবস্থান করছেন।
* নতুন করে আবার গোলাগুলী শুরু হয়েছে। ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে (বাইরে থেকে) কয়েক রাউন্ড গুলী ছুড়ার পর, বিডিআর-এর ভেতর থেকে বৃষ্টির মতো গুলী ছুড়া হয়েছে। - 1:45pm
* আশেপাশের সকল রাস্তা ফাকা হয়ে গেছে। আশেপাশের বাসা থেকে লোকজনদেরকে সড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
* স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সাথে কয়েকটি পরিবার বিডিআর-এর ভেতর থেকে বাইরে আসতে পেরেছে।
* নতুন ডিজি হিসেবে মেজর ডি.এ তৌহিদ-কে নিয়োগ দেয়া হয়েছে। পূর্ববর্তী ডিজি নিহত হয়েছেন। তার পরিবারও নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
http://priyo.com/news
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।