ঘাস ফড়িং এর স্বপ্নমালা
ঢাকা শহর....প্রাণের শহর....আমার প্রিয় শহর। এই ফেব্রুয়ারী মাসটা আসলেই শহরটি সাজতে থাকে বাসন্তি সাজে.... একদিকে একুশের বইমেলা..আরেকদিকে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস ....উৎসবপ্রিয় ঢাকাবাসীর আর কি উপলক্ষ চায়?? আর এই উৎসবগুলোর প্রাণকেন্দ্র হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকা । অকৃপণ ভাবে যুগিয়ে চলে উৎসবের রসদ । শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তির পরশ পেতে নগরবাসী সতস্ফুর্তভাবে যোগ দিতে ছুটে আসে এসব প্রাণের উৎসবে । তার ঠিক পাশেই যে এ শহরটি ধারণ করে রয়েছে একটা টিউমার সেটা আমরা কি কখনও টের পেয়েছি ?? আমাদের প্রাণের শহরটা নীরবে নিভৃতে বুকে ধারণ করে চলেছিল টিউমারটি...আমরা সেটা জানার চেষ্টাও করিনি । গতকাল সেই টিউমারটি বিস্ফোরিত হল...আমাদেরও কিছুটা টনক নড়ল...
ঢাকার মত একটা মেগা সিটির একদম হৃদপিন্ডে কেমন করে একটা সামরিক বাহিনীর (হোক সেটা আধা সামরিক মরণাস্ত্র তাদেরও আছে) সদর দপ্তর থাকতে পারে !!!!! আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি পৃথিবীর সব সামরিক ঘাঁটিই থাকে শহরের বাইরে বা উপকন্ঠে । সেখানে রাজধানী একদম প্রাণকেন্দ্রে কেমন করে এটা হল !!!! আমরা না হয় সাধারণ নাগরিক সামরিক জ্ঞানহীন....কিন্তু আমাদের দেশে যে সব সামরিক জ্ঞানে বিশেষজ্ঞরা (নাকি বিশেষ+অজ্ঞ...সেক্ষেত্রে আমার কিছু বলার নেই) এ ব্যাপারটা খেয়াল করলেন না? নাকি তাঁরা তাঁদের সমরজ্ঞান শিকেয় তুলে অন্যকিছু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন ।
অনেক বকলাম....আসলে না বকে পারলাম না....যখন একজন আমজাদ আলী ওষুধ কিনতে গিয়ে লাশ হয়....ভাবি একজন ছাত্র তারিক আজিজ আর মাতাবে না বন্ধুদের আড্ডা.... আরেক নাম মনে করতে না পারা কিশোর কৈশোরের রোমাঞ্চ পাবার আগেই বিদায় নেবে এই সুন্দর পৃথিবী থেকে..... তখন আমার মত অতি নগন্য মানুষেরও বকতে ইচ্ছা করে । ভাল লাগছে না....দম বন্ধ হয়ে আসছে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।