প্রথমেই আমি তাকে যাদু করতাম
প্রায় প্রতিটি সাক্ষাত্কারে বিদ্রোহী বিডিআর জওয়ানেরা সেনাবাহিনীর একচেটিয়া সুবিধা গ্রহণ, বৈষম্যমুলক আচরণ, দুর্ব্যবহার এবং বিশেষত: ডালভাত কর্মসুচির নামে বিশাল দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ।
তত্ত্বাবধায়ক সরকার আমলে নেওয়া 'ডাল-ভাত কর্মসূচিতে' বড় দুর্নীতির দাবি করে বিদ্রোহী অন্য এক জওয়ান বলেন মালয়েশিয়া থেকে কেজিপ্রতি ৩৩ টাকায় আমদানি করা সয়াবিন তেল ১৪০ টাকায় বিক্রি করেছেন বিডিআরের (আর্মী) অফিসাররা। ডাল-ভাত কর্মসূচির বদৌলতে সেনাবাহিনী থেকে আসা অফিসাররা নিজেদের বাসায় কতদিন বাজার করেনি তা সৈনিকদের সবাই জানে।'
সেনাবাহিনীর বিভিন্ন 'দুর্নীতির' বিবরণ দিতে গিয়ে এক জওয়ান বলেন, "দুদকের দুর্নীতির মামলা সাধারণের বিরুদ্ধে কেন হয়? আর্মির বিরুদ্ধে হওয়া উচিত। তারাই প্রকৃত দুর্নীতিবাজ। তাদের দুর্নীতির তদন্ত হয় না।"
১. তত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর দুর্নীতির খবর প্রচার করা সংবাদ মাধ্যমের জন্য হয়তে কঠিন ছিল । কিন্তু এখন সেই কোটি কোটি টাকার দুর্নীতির খবর কেন প্রকাশ করছে না কোন সংবাদ মাধ্যম?
২. কেন দুর্নীতির কথা বললে সরকার শুধু মুখস্তবাণীর মত বিরোধী দলের লুটপাটের কথা বলে? সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের কথা বলতে বাধা কোথায়?
৩. তবে কি জনৈক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা চালিত বলে দুর্নীতিদমন কমিশন সেনাবাহিনীর পুকুর চুরিকেও রেহাই দেবে?
[সুত্র: Click This Link ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।