আমাদের কথা খুঁজে নিন

   

চালরে আমদানি ব্যয় ৮৭ গুণ



চালের আমদানি ব্যয় ৮৭ গুণ বেড়েছে দেড় দশকে দেশে গত দেড় দশকে সামগ্রিক আমদানি ব্যয় ৫ গুণ বাড়লেও চাল আমদানিতে ব্যয় বেড়েছে প্রায় সাড়ে ৮৭ গুণ। এ সময় সবথেকে কম ১.২ গুণ বেড়েছে মুলধনী যন্ত্রপাতির আমদানির ব্যয়। চাল আমদানিতে ব্যয় বাড়া এবং মুলধনী যন্ত্রপাতিতে আমদানি ব্যয় তুলনামূলক কম ও সর্বনিম্ন বৃদ্ধি পাওয়ার ব্যাপারটিকে বিশেষজ্ঞরা অর্থনৈতিকভাবে সুলক্ষণ বলে মনে করছেন না। তারা বলেন, এই ধারা থেকে যেভাবে হোক বেরিয়ে আসতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি করে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তারা সরকার ও উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ অর্থনীািত সমিতির সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ সুপ্রভাত বাংলাদেশকে বলেন, সাধারণভাবে এ চিত্র মোটেই কাম্য নয়। প্রতিবছর দেশে ২০ থেকে ২৫ লক্ষ শিক্ষিত- অশিক্ষিত মানুষ কর্মের জন্য শ্রমবাজারে আসে। এ সব কর্মপ্রত্যাশীকে কাজ দিতে এবং বর্তমানে দেশে থাকা কোটি কোটি বেকারের কর্মসংস্থান করতে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মুলধনী যন্ত্রপাতি আমদানি পরিস্থিতি লক্ষ্য করলে বিনিয়োগের দুরাবস্থা বোঝা যায়। তিনি বলেন, বিনিয়োগ হলেই মুলধনী যন্ত্রপাতির প্রয়োজন হয়।

অবশ্য আমাদের মুলধনী যন্ত্রপাতির আমদানির প্রধান উৎস চীন এবং ভারত। সেখানে মুলধনী যন্ত্রপাতির দাম তুলনামূলক কম, তাই ব্যয় একটু কম হতে পারে। আর বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় চাল আমদানিব্যয় বেড়েছে। তিনি বলেন, সরকারের উচিত অভ্যন্তরীণ কৃষি উৎপাদান বাড়ানো এবং বিনিয়োগের জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তবেই মুলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রদত্ত তথ্য থেকে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে দেশে আমদানি পণ্য বাবদ মোট ব্যয় ছিল ৪০৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা ১৫ বছর পর ৫ গুণ বেড়ে ২০০৭-০৮ অর্থবছরে গিয়ে দাঁড়ায় ২০,৩৩৫ মিলিয়ন ডলারে। এ সময় চাল আমদানিতে ব্যয় ১০ মিলিয়ন ডলার থেকে ৮৭.৪ গুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৮৭৪ মিলিয়ন ডলারে। এদিকে মুলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে ১৯৯৩-৯৪ অর্থবছরের ব্যয় ১২৯৯ মিলিয়ন ডলার থেকে মাত্র ১.২ গুণ বেড়ে গিয়ে দাড়ায় ১৬৬৪ মিলিয়ন মার্কিন ডলারে। আলোচ্য সময়ে চাল ও গম বাবদ আমদানি ব্যয় যেখানে ১৫১ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১৪১০ মিলিয়ন ডলার সেখানে কেবল চাল আমদানিতে ব্যয় ১০ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলারে। ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দেড় দশকে চালের পরপরই আমদানি ব্যয় ৩১.৬ গুণ বেড়েছে ক্লিংকার আমদানিতে।

এসময় কিলংকার আমদানিতে ব্যয় মাত্র ১১ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭ মিলিয়ন ডলারে। চিনি আমদানিতে ব্যয় বেড়েছে ৩০.৫ গুণ। ১৯৯৩-৯৪ সালে চিনি আমদানিতে ব্যয় ছিল মাত্র ১৩ মিলিয়ন ডলার অথচ সেই ব্যয় ২০০৭-০৮ অর্থবছরে গিয়ে ঠেকে ৩৯৬ মিলিয়ন ডলারে। আমদানি ব্যয় ১৭ গুণ বৃদ্ধি পেয়ে তুলা রয়েছে তৃতীয় অবস্থানে। এরপরপরই রয়েছে জ্বালানি তেল।

১৫ বছরে তেল আমদানি ১২.৩ গুণ বেড়ে ১৬৮ মিলিয়ন ডলার থেকে দাঁড়িয়েছে ২০৫৮ মিলিয়ন ডলারে। অর্থনীতিবিদরা তুলা এবং ক্লিংকার আমদানিতে ব্যয় বৃদ্ধি পাওয়াকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে আখ্যায়িত করে বলেছেন, এখাতে কর্মসংস্থানও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। তবে দেশীয় চিনিকল বন্ধ করে আমদানি বাড়ানোকে অর্থনীতির জন্য একটি নেতিবাচক দিক বলে তারা উল্লেখ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.