আমাদের কথা খুঁজে নিন

   

কিছু জিজ্ঞাসা! (সাময়ীক)

ঝাকের কই হবার চেয়ে বন্ধুহীনথাকা ভাল, বিবেক বিক্রি করুম না, পারলে ঠেকাও ! ratul.mahmud@yahoo.com

হাসিবের ব্যান ও ব্লগ ডিলিট নিয়ে অস্থিরতা। আপনারা ওকে ব্যান করার জন্য যে কারন দেখিয়েছেন তাতে সুস্থ মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। মেইলে মনে হয় আর কোন নীতিমালার ধারা বাদ ছিল না যেটা আপনারা দেন নাই। যেটা আপনাদের দৈন্যতা প্রকাশ করে। আপনাদের অসহিষ্ঞুতা প্রকাশ করে।

আপনারা কি নূনতম দায়িত্ব বইলা মনে করেন নাই যে হাসিবকে জানানো দরকার কি তার দোষ ? কেন তার ব্লগ ডিলিট হবে ? আপনাদের কি মনে নাই এই পুরাতন ব্লগাররাই কতভাবে সামইনের নতুন ব্লগারদের গাইড করছে। একজন হাসিব না থাকলে আপনারা আজকে হয়ত এত ব্লগার দেখতে পেতেন না। কিবোর্ড লেআউটের সময় কিন্তু হাসিব এগিয়ে এসেছিল প্রথমে, ঐ অনেককে হাতে ধরে বুঝিয়েছে কিভাবে এই কিবোর্ড ইউজ করতে হয়! আপনারা না কত তাড়াতাড়ি শ্বাশতের কথা ভুলে গেলেন ? মেহেরুল সুজন ব্লগে পরিচিত কোন নাম নয়। ঐ হাসিব নীচ থেকে ঐ পোস্টটা বের করে এনেছিল আমাদের সামনে, জনে জনে মেইল করে লেখার অনুরোধ জানিয়েছে শ্বাশতের ব্যাপার নিয়ে লিখতে। যার ফলশ্রুতিতে আমরা এই ব্লগ থেকে এত বিশাল অংকের একটা তুলতে পারি।

আমি অন্য ব্লগার দের অবদানকে ছোট করছি না। আমি হাসিবের উদ্দ্যেগের কথা বলছি, যেটা কিন্তু অন্যরা কোনদিন নেয় নি। অন্যরা সারাক্ষন ব্যস্ত থাকে কি করে তাদের পোস্ট স্টিকি হবে, মানুষ তাদের কে মহত বলে জানবে ? আমি এরকম আরো উদাহরন দিতে পারব, যেটাতে দেখা যাবে হাসিব আগেই পয়েন্ট আউন্ট করেছে সমস্যাটার। হ্যা, হাসিবের নেগেটিভ দিকও খুব একটা কম নেই। যা নিয়ে পিচ্চি একটা পোস্টও দিয়েছিল।

তবে আমি বলব একটা শ্বাশতকে সাহায্য করার আমার এমন হাসবকে দরকার আছে, একটা বাংলা ব্লগ বাচানোর জন্য হাসিবকে দরকার আছে। ও যদি কোন দোষ করে থাকে তবে তা বলেন আপনারা, তারপর ঐ পরিমান শাস্তি দিন যা অন্য ব্লগাররা পাই----৫ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস---। আপনেরো পয়েন্ট খুজে পাবেন না আর হঠাৎ করে ওর ধর কেটে ফেলবেন, তা কি করে অন্যরা মেনে নেবে ? সব ডিসিশন নেবার ক্ষমতা আপনাদের থাকলেও তার প্রয়োগ কিন্তু অনেক বিবেচনার সাথে আসতে হবে। মনে রাখতে হবে মানুষ ভাল আর মন্দের মিশেল। কিন্তু তার মন্দটা কত মন্দ ( একটা রাজাকারের সমান ?), অথবা তার ভাল কাজগুল কতটা ভাল ? ডিসিশন সব আপনাদের!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।