আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
গিন্নী, আমার জামাটা কই
কিছুই দেখি পাচ্ছিনা
নাস্তায় খাস্তা পরটা নাই
এসব আমি খাচ্ছিনা ।
অফিসে রোজ হয় যে দেরী
খাচ্ছি বসের বকা
তোমার জন্য মাসের শেষে
পকেট আমার ফাঁকা ।
এমনই সব কথার ফাঁদে
হলো শুরু সকালটা
হেঁসেল গিয়ে গিন্নী কাঁদে
পোড়া নাকি কপালটা ।
দুপুর বেলা কর্তা ফেরেন
ঢোকেন গিয়ে গোশলে
গিন্নি মহা ব্যাস্ত তখন
রান্না নিয়ে হেঁশেলে ।
গিন্নী, দুপুর শেষ হল যে
খাওয়াটা দাও জলদি
কি যে রাধ বুঝি না ছাই
ডালে বেশী হলদি ।
খাওয়া শেষে কর্তা গেলেন
দিবা নিদ্রার সেশনে
বাড়ী গরম গিন্নী করেন
গুষ্ঠি উদ্ধার ভাষণে
সন্ধা হতেই কর্তা গিন্নী
চালিয়ে দেখেন টিভি
ভালবাসা দিবস যে আজ
করছে পালন সবি ।
গিন্নী আস ভালোবাসি
ভালবাসার দিবসে
ঢং দেখে যে গা জ্বলে যায়
মুখপোড়া ও মিনশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।