আমাদের কথা খুঁজে নিন

   

স্বরবৃত্তের হালকা প্রেম

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

স্বরবৃত্তের হালকা প্রেম শাফিক আফতাব...................... তুমি যদি/ খুলে ধরো /জলবতী/ প্রপাত পৃথিবী /প্লাবিত হবে /পুলকের /ধারায় তুমি যদি/ ভালোবাসো/__হবে বৃষ্টি/পাত শুরু হবে /জীবনের/ কঠিন ধারা/পাত। তুমি যদি /মুখ খোলো/__সূর্য/ হাসে অবারিত/ জলধারা/__ চৈত্র /মাসে তুমি যদি/ কৃপণ হও/__নদীরাও/ থামে অমানিশা/ নেমে আসে/ রাত্রি/যামে।

তুমি যদি/ মেলো ধরো/__ ফুলের /ডালা বৃক্ষরা/ মেলে ধরে /তার ডাল/পালা অভিসারে /যাও যদি/ তুমি নির্জ/নে আকাশ মেঘকে/ বলে অতিসং/গোপণে বৃষ্টিঝরে/ যবে ভরে /মোহনা হাতে হাত/ রেখে বলে /লক্ষ্মী/সোনা মিটে যায়/ জীবনের/ যত লেনা/দেনা। ০৪.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।