২৫ বছর পরে কি হবে?
সামহোয়ার ইন ব্লগ আমাদের সবার প্রিয় আড্ডার জায়গা হয়ে গেছে। ব্যাপারটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেন দিনে একবার ব্লগে ঢূঁ না দিলে মনে হয় কি যেন অপূর্ণ থেকে গেছে (এটা অবশ্য আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি)। ব্লগে যারা লিখি তাঁদের অধিকাংশই বয়সে তরুণ।
মাঝে মাঝেই আমার মনে একটা প্রশ্ন জাগে, আজ থেকে ২০-২৫ বছর পরেও কি সব কিছু এমন থাকবে? জীবনের কঠিন বাস্তবতা আর ব্যস্ততার মাঝেও কি আমরা এভাবেই মিলিত হব। নাকি কালের গর্ভে একে একে বিলীন হয়ে যাব। তখনও কি আমাদের মন এভাবে পরস্পরের সাথে এভাবে জড়াজড়ি করে থাকবে?
প্রযুক্তির যে হারে উন্নয়ন ঘটছে তাতে ২৫ বছর পরে কি দেখব কল্পনা করাও দায়। তারপরেও কি আমাদের প্রিয় এই ব্লগ এভাবেই মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, আরও উৎকর্ষতা নিয়ে? আজকের তরুণ ব্লগাররা বুড়ো হয়ে গেলেও কি এভাবেই হাসি-তামাশা, খুনসুটি, ঝগড়া-ঝাঁটি, মান-অভিমান চলতে থাকবে? থাকবে কি এহেন আন্তরিকতা?
আপনাদের কি মনে হয়? একটু জানাবেন আপনাদের অনুভূতির কথা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।