আমাদের কথা খুঁজে নিন

   

২০ ফেব্রুয়ারি, মধ্যরাত: একাত্ম হোন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে

আ মা র আ মি

মুক্তিযুদ্ধ.org -এর উদ্দোগে ২০ ফেব্রুয়ারি রাতে আমরা টিএসসি'র রাজু মঞ্চে একত্রিত হতে চাচ্ছি। ঐদিন অনেকেই আসেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে, সারা রাত কাটিয়ে দেন ক্যাম্পাস এলাকায়। মুক্তিযুদ্ধ.org, রণেশ দাস গুপ্ত চলচ্চিত্র সংসদ, আর ব্লগারস কমিউনিটির যৌথ উদ্দোগে এরাতে একই সাথে চলতে পারে (পরিকল্পনা): ১. যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ক্যাম্পেইন ও সাক্ষর সংগ্রহ: ব্লগাররা বই মেলায় যে সাক্ষর সংগ্রহ করছেন ঐ ক্যাম্পেইনটা এ অনুষ্ঠানের সাথে একই সাথে চলবে। ২. চলচিত্র প্রদর্শনী: রণেশ দাস গুপ্ত চলচ্চিত্র সংসদ-এর কাছ থেকে প্রজেক্টর পেলে ঐ রাতে কয়েকটা ছবি দেখানো যেতে পারে। ৩. গান: কয়েকজন শিল্পির সাথে কথা হয়েছে।

সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ৪. কথা: যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমাদের যার যা বলার ইচ্ছা আমরা বলবো। অনুষ্ঠানের পুরো বিষয়টা এখনও আলোচনার পর্যায়ে আছে। আমরা প্রাথমিকভাবে রণেশ দাস গুপ্ত চলচ্চিত্র সংসদের কাছে প্রস্তাব রেখেছি। সকল ব্লগারদের কাছেও প্রস্তাব রাখছি এ পোস্টের মাধ্যমে, আপনাদের সাড়া পেলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ক্যাম্পেইন ও সাক্ষর সংগ্রহ অনেক গতি পাবে।

তবে এ বিষয়টা নিশ্চিত যে মুক্তিযুদ্ধ.org -এর সাথে সংযুক্তরা ঐ রাতে টিএসসি আছি। যতটুকু পারি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানাবো। আর সবার সহযোগিতা পেলে অনুষ্ঠানের বিষয়ে সব পরিকল্পনাগুলোর বাস্তবায়নে তা আরও চমৎকার হতে পারে। এ প্রস্তাবে আপনাদের মতামত আর অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি খুব জরুরী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।