কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :)
ঘুম ভাঙা রাত , রাত জাগা ভোর
কাদা - ঘাম - জল
পতঙ্গের জঙ্গল
প্রান্তর ভেঙে দোড় দোড় দোড় । । ( দৌড় দৌড় দৌড় )
জানোয়ারের বাচ্চারা নকশী কাথার তলে
বিবিদের অবগাহনে বিভোর ,
ওদের শরীরে , চোখ - নাক - মুখে
কাথার প্রতিটি ফোঁড় , শরীরে ফোঁড় । ।
বুনোশুয়োরের বাচ্চাদের ঘোৎ ঘোৎ শব্দ
কানে বাজে , বুকে বাজে , বিষম ঘিন্ন
ওদের ঘ্রাব্য নিঃশ্বাসে
সবুজ বাংলার বাতাস বিষবাষ্পে আচ্ছন্ন ।
।
ওরে তোর মায়ের মোমের মত গায়
কুত্তার মুখেদের কথা -
...................... কামড়ের দাগ বসায় । ।
ধর্মের ঢাক - তোদের ভুল ডাকে ,
ধর্মের ধুপ - তোদের করেছে কুপ ,
চোখ ডলে - পানি দে , ঝেড়ে ওঠ
ইতরের প্রতিটি কোষ -
........................... ভস্মীভূত কর ,
তা না হলে সব তোর দোষ । ।
দোড় দোড় দোড় ( দৌড় দৌড় দৌড় )
ঘুম ভাঙা রাত , রাত জাগা ভোর
কাদা - ঘাম - জল
পতঙ্গের জঙ্গল
প্রান্তর ভেঙে দোড় দোড় দোড় । । ( দৌড় দৌড় দৌড় )
কতো কষ্টের প্রহর
ফুসফুস নিংড়ানো শেষ নিঃশ্বাসে
সবুজের ভালোবাসা
কতো অগুনিত ক্ষুদ্রাতিক্ষুদ্র
ভালোবাসার মহাসমাবেশ -
.................................. এ দেশ ,
আমার মা - তোমার মা - সকলের জননী
তারই কপালে লাথি মেরেছে
রাজাকারের বাচ্চারা , শুনেছোনি !!
দোড় দোড় দোড় ( দৌড় দৌড় দৌড় )
ঘুম ভাঙা রাত , রাত জাগা ভোর
কাদা - ঘাম - জল
পতঙ্গের জঙ্গল
প্রান্তর ভেঙে দোড় দোড় দোড় । । ( দৌড় দৌড় দৌড় )
ক - অ - তো কষ্টের প্রহর ................
৪/১১/২০০৭ ( ঢাকা ) , ইন্টার পরীক্ষার পরে লেখা ।
আমার লেখা অন্যান্য পোস্টগুলিঃ
~~~ ট্রাভেল বাংলাদেশ ~~~
~~~কবিতা সমূহ ~~~
~~~গল্প সমূহ ~~~
~~~রম্য সমূহ ~~~
~~~রহস্য / ভৌতিক / হরর গল্প সমূহ ~~~
~~~ ছবি তুলতে ভালোবাসি ; ফটোগ্রাফার নই ~~~ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।