ডুবোজ্বর
১১০১০৯
জল যথা বালিনুনকর্কটপাঁক আর ইট
অগ্নিমোহে জন্মান্ধ এই সোনালি কীট
রাত ২টা ৪৯
_______________________________________________
১৩০১০৯
আমি তো জলপাইগুড়ি নই
সঘন চুম্বনের সাক্ষী হয়ে ঝরে পড়বো না জেনে
আমি জলপাইয়ের লালপাতা
ঝড়ের প্রিয়তমটানে উড়ে যাবো চাপাতার বনে
রাত ২টা ১২
_______________________________________________
৩১০১০৯
মহল আর ময়ালের ভিতর শব্দচূর্ণ দিন বসে গুনে সমুখের নতজানু কবরী
কবরীতে দুইলক্ষ চুল আর দুইটি টগর অবরোহী পথেই হবে চতুর ফেরারী
রাত ১২টা ৩১
_______________________________________________
০৯০২০৯
রোদ আর জোছনার মাঝখানে থাকি
অন্ধকারের ঘোরে চুর জলচর পাখি
ভোর ৪টা ৮
______________________________________________
১৬০২০৯
দীপান্বিতা এসো রঙ খাও
শেষ করো সমস্ত টিউব
রঙশেষে রক্ত আছে
দীপান্বিতা এসো রক্ত খাও
রক্তশেষে উড়াল আছে
দীপান্বিতা এসে উড়ে যাও
রাত ২টা ৯
_____________________________________________
১৭০২০৯-১
শববংশ ধ্বংস হলে খুঁজি বাতাসের ছাই
রাত ১টা ৫৯
______________________________________________
১৭০২০৯-২
কিরণময়ী কার দুপুরান্ত অধরের ফুলে
এই অস্ট্রিকআঙুল মাংসের ভাঁজ খুলে
রাত ২টা ৫৩
_____________________________________________
১৭০২০৯-৩
আয় শাদাশাড়ি
আমার রঙের বাড়ি
আয় শাদাফুল
আমার রক্ত আকুল
আয় শাদামেঘ
আমার হলুদব্যাগ
আয় শাদাকাগজ
আমি কালির জারজ
রাত ৩টা ১৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।