আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার ব্লগীয় জন্মদিন (১৫ ই ফেব্রুয়ারি*)

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

ইয়াহু . . . . . . আইজকা আমার জন্মদিন। ব্যাপক মজা লাগতেছে। গতবছর ঠিক এইদিনে সামু ব্লগে আমার জন্ম হয়েছিল। আহা, কি আনন্দ আকাশে, বাতাসে। আসেন, আপনেদের সাথে আমার সামু ব্লগে আসার কাহিনী শেয়ার করি।

কথায় আছে, আনন্দ শেয়ার করলে নাকি বাড়ে ( + শেয়ার => )। দেখা যাক বেড়ে কত দূর যায়। আনন্দের দৌড় কত দেখতাম চাই সামু ব্লগে আমার আবির্ভাব কোন বিশেষ ঘটনা নয়। কেউ যদি কোন অসাধারণ কিছু আশা করে থাকেন তাহলে আপনাকে হতাশ করার জন্য দুঃখিত। খুব-ই সাধারনভাবেই আমার ব্লগে আসা।

এক বন্ধুর মাধ্যমে সামুর সাথে আমার প্রথম পরিচয়। নাম "কাঙ্গাল মামা " (অবশ্যই এটা তার আসল নাম না)। প্রায়ই ভার্সিটিতে কম্পিউটার ল্যাবের পিছনের সিটে বসে "কাঙ্গাল মামা"-কে আপন মনে হাসতে দেখতাম। মাঝে মাঝেই প্রযুক্তি সম্পর্কিত নানা রকম তথ্য দিয়ে চমকে দিত আমাকে এই 'কাঙ্গাল মামা'। 'কোত্থেকে জানলি?' জিগ্যেস করলে বলত ব্লগ থেকে ।

তখনো বুঝতে পারি নাই ব্লগ ব্যাপারটা কি জিনিস। খায় না মাথায় দেয়। জানার চেষ্টাও করি নাই ব্লগ খায় না মাথায় দেয় তা প্রথম জানার চেষ্টা করলাম বাসায় নেটের কানেকশন নেয়ার পর । জানলাম সেই 'কাঙ্গাল মামা' থেকেই। জেনে শুনেই রেজিস্ট্রেশন করলাম।

অনেক খুজে নিক বের করলাম 'স্বপ্নকর' । ছ্যাড়াব্যাড়া টাইপের একটা পোস্ট দিয়ে শুরু করলাম আমার ব্লগীয় যাত্রা। অনেকবার চিন্তা করেছিলাম ওই ফালতু পোস্টটা মুছে ফেলব। পড়ে চিন্তা করলাম মুছে কি হবে? এইটাইতো আমার লেখনী দক্ষতার প্রকৃত রূপ 'স্বপ্নকর' নিকের পিছনে ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক কল্পনা। ইচ্ছে ছিল মানুষকে স্বপ্ন দেখিয়ে সব দুঃখ মুছে দেয়ার।

সুমন্ত আসলামের 'বাউন্ডুলে' দ্বারা প্রভাবিত হয়ে ভেবেছিলাম তেমন কিছু ছোট গল্প লিখব। যাতে থাকবে জীবনের কথা, মানুষের কথা, সমাজের বিভিন্ন অসংগতির কথা। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে বুঝতে পারলাম এটা অনেক কঠিন কাজ। এটা আমার দ্বারা সম্ভব নয়।

তবুও এখন চেষ্টা করে যাচ্ছি, বৃথা সে চেষ্টা। গত ১ বছরে আমার পোস্ট ১৭টি (এইটা সহ ১৮)। পোস্টের সংখ্যাই বলে দেয় আমি ব্লগের কোন নিয়মিত লেখক নই। তবে নিয়মিত ব্লগার নই বললে ভুল হবে। ব্লগের আমি একজন নিয়মিত পাঠক।

পড়ার থেকে লেখা অনেক কঠিন। যারা নিয়মিত আমার জন্যে এই কঠিন কাজটা করে যাচ্ছেন তাদের অজস্র ধন্যবাদ । এই মুহূর্তে অনেক ব্লগারের নাম মনে পড়ছে যাদের লেখার আমি নিয়মিত পাঠক কিন্তু তাদের নাম বলে যাদের নাম মনে পড়ছে না তাদের মনে কষ্ট দিতে চাই না শুধু শুধু কথা বাড়িয়ে আমার আরো একটি ছ্যাড়াব্যাড়া পোস্টকে আর ব্যাড়াছ্যাড়া করতে চাচ্ছি না । আজকের মত এখানেই শেষ। শুভরাত্রি * এই পোস্টটা ১৫ তারিখ দেয়ার জন্য লিখে রেখেছিলাম।

পরে ভুলে গেছিলাম। আজকে মনে পড়লো তাই পোস্টটা দিয়েই দিলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।