আমাদের কথা খুঁজে নিন

   

এই ফাল্গুনে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

এই ফাল্গুনে আজ সকালে কাঁদলো আকাশ, ভিজলো বাতাস- জানো নাকি কী কারণে? কাল যে ছিল পহেলা ফাগুন, আসবে বলে আর এলেনা; কষ্ট পেলাম পাহাড় সমান, রাগ-অভিমান আকাশ সমান, ব্যথাই শুধু জমলো মনে- ধূসর কালো মেঘের সমান। তাইতো আমার কষ্টগুলো, বৃষ্টি হয়ে ঝরছে দেখো- এই ফাগুনে তোমার মনে, কে ফোটাবে ফুলের রেণু? মনে কী পড়ে? সেই যে প্রথম- তোমায় দেখে খুশীর প্রদীপ জ্বললো চোখে, দৃষ্টি আমার আর ফেরেনা- অন্ধ হলাম তোমার প্রেমে। সেইতো শুরু ফাগুনবেলা, তোমার আমার প্রণয়খেলা, এমনি করেই কাটছিল বেশ নিত্যসুখের মিলনমেলা। এই ফাগুনে নেই তুমি আজ, বাসন্তী রঙের নেই কোন সাজ, সবই কেমন লাগছে ফাঁকা, ভীড়ের মাঝে দাঁড়িয়ে একা- পাইনা শুধু তোমার দেখা। সেই কারণে- কাঁদলো আকাশ, ভিজলো বাতাস, বুঝে নিও হয়তো কোথাও বিঁধছে কাঁটা তোমার মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।