আত্মবিশ্বাসহীনতায় প্রকট হচ্ছে আত্মার দেউলিয়াত্ব, তবুও বিশ্বাস আগের মতই নিশ্চল..
আমার ব্লগে সর্বপ্রথম মন্তব্য করেছিলেন ব্লগার 'রাতমজুর', যাতে শুধুমাত্র 'ইমোটিকন ' ব্যবহার করেছিলেন তিনি। এরপর চলে গেছে অনেকদিন। আমি মন্তব্য করেছি অনেক ব্লগারের ব্লগে, সংখ্যায় কম হলেও বেশ কয়েকজন ব্লগারও আমার ব্লগে মন্তব্য করেছেন। সেইসব কিছু মন্তব্য ফিরে দেখার একটা প্রয়াস চালাচ্ছি ...তাই প্রচলিত অর্থে এটিকে পোস্ট না বলাই সমীচীন হবে:
সুলতানা শিরীন সাজি:
হিমুরে হিমু
যতই যা লিখি না কেনো.....
আমি তুমি র একটা দারুণ বৃত্ত আছে যা তারই কারন......।
সেই আমি তুমি না থাকলে আর ওই চাঁদটা যা মাঝেমাঝেই খেপিয়ে দেয়....লেখালেখির পরম ভালোলাগাটুকু কে জানে আসতো কি না!
আমি মানুষ এবং প্রকৃতি কে নিয়ে ভাবতে ভালোবাসি।
যাপিত জীবনের কথাগুলোই আমার কবিতা.......।
শীত নিদ্রা ভাবছো.......?
হতেও পারে.......
তবে ঘন ঘন শীত নিদ্রায় যেতে পারলে মন্দ হতো না.......।
সূত্র:এখানে
পারভেজ:১. হঠাৎ নিশাদের বিয়ে হল কেন?
সব জুটির কি বিয়ে হয়?!! আমাদের ক্লাশের সব জুটির হয়নি।
২. অভীক এরকম নির্লিপ্ত কেন?
আর কি করার আছে? মিচু্য্যাল আন্ডারস্টানডিং।
৩. গল্পের কথক কি লিয়াকে তার ভাল লাগার কথা জানাতে পারবে?
লিয়াকে জানাতে পারলে ভালো, না জানাতে পারলে নাই
৪. নিশান গানের শেষ অংশটি উচ্চস্বরে গাইলো কেন?
সখিগণ থাকলে গলার জোর বেড়ে যায়।
৫. অভীক গল্পের শেষ কথক কেন?
একটা খোঁচাখুঁচির চেষ্টা আর কি!! বন্ধু বলে কথা।
৬.শাকিল গল্পের ছেলেটার চেহারা অভীকের মত বলল কেন?
শাকিলের মাথায় দুষ্টুবুদ্ধির শেষ নেই
৭. লিয়াও রবীন্দ্র সঙ্গীত ইংরেজিতে গাইল কেন?এটা কি নিশানের প্রতি তার ঈর্ষা, নাকি ভালোবাসা? সে গল্পের কথককেই কেন তার পরে গল্প বলার দায়িত্ব দিল??
মেয়েদের ভেতর রহস্য না থাকলে কি হয়?!!
এই হলো আমার ভাবনা!! সূত্র:
এখানে
অপ্সরা: এইটা হলো রিয়েল অপ্সরা না। ভেকধারী অপ্সরা। তাই এমন একটা দুঃ খ দুঃখ ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। হাসিটা পিলে চমকানোই তো তবে সেও অপ্সরার মুখোসে ডাইনীর হাসি।
বড় হও বুঝতে পারবে। সূত্র:এখানে
এ,টি,এম মোস্তফা কামাল: আমিও মাইকেলের অসম্ভব ভক্ত। আমি মজা করে বলি বাংলা সাহিত্যে আসা প্রথম জেনুইন ব্যাটাছেলে ( ব্যক্তিত্ব অর্থে) মাইকেল। কল্পনা করতে পারেন দেড়শ' বছরের বেশি আগে তিনি মেঘনাদ বধ, বীরাঙ্গনা কাব্য, অসাধারণ সব নাটক লিখেছেন। সনেট লিখেছেন।
মেঘনাদ বধের ভাষার পৌরুষ দেখুন। নারী চরিত্রের চিত্রণ দেখুন। দশরথের প্রতি কেকয়ী'র শুরুটা একটু দেখুন..........সূত্রএখানে
লিনা দিলরূবা:তৈলাক্ত সব কিছুই খারাপ। তরকারিতে বেশী তেল দিলে তা দেখতে সুন্দর হয় বটে কিন্তু খেতে খুব ভাল হয়না। প্রতিদিন অধিক তেল যুক্ত তরকারি খেলে অম্বল হয়।
তৈলাক্ত বাঁশের আগায় বানরটি কখনোই পুরোটা উঠতে পারেনি। তৈল মর্দনে আসক্ত প্রধাণমন্ত্রী খালেদা জিয়া সদ্যই ক্ষমতা ছাড়ল। তেল খেয়ে হিট হওয়া, পেটমোটা নায়ক জাহিদ হাসান জানেনা যে সে ঠিক ভাবে সংলাপও বলতে পারেনা। ব্লগেও তেলের ছড়াছড়ি দেখি। হতাশ হই।
যাহোক,
তেল তেলানীর বাইরে তোমার বুদ্ধিদীপ্ত (তেল মারছি না কিন্তু) মন্তব্য পাবার প্রত্যাশা সহ এবারের মত বিদায়............সূত্র:এখানে
কালপুরুষ: খুব মজা পেলাম এবং ভাল লাগলো "শেষের মন্তব্য" পড়ে। বাবুর্চি পাকা না হলেও সব ধরণের রেসিপিতে অভ্যস্ত আর তা অনায়াসে টেবিলে তুলে দিতে পারি। মুখরোচক না হলেও অখাদ্য হবেনা আশা করি। সূত্র:এখানে
নাফিস ইফেতখার:দুঃখিত হিমালয় ভাই। তবে কমপক্ষে ২ জনের জিহ্বা না পুড়লে পোস্টটি জনস্বার্থমূলক পোস্টে পরিণত হবে না, আর সেক্ষেত্রে পোস্টটি স্টিকি না হওয়ার সম্ভাবনাই বেশি।
আপনি এলাকার আরো কয়েকজনকে অনুরূপ চা খাইয়ে দেখুন আর কারো জিহ্বা পুড়ে কিনা। তারপরে এটি নিয়ে একটি পোস্ট দিন..........সূত্র:এখানে
সুরভিছায়া:তোমার বয়স কত ? ১০০ নাকি ১১০ বছর ভাবছি.... । সূত্র:এখানে
উত্তরাধিকার:আপনি মশাই আমার লেখা/মন্তব্যের প্রশংসা করে আর আমাকে লজ্জিত করবেন না..................এখন তো মনে হচ্ছে আমার ঘরের পর্দাটাও সরিয়ে দেখতে হবে- আপনি ওখানে দাঁড়িয়ে নন তো ?
সূত্র:এখানে
নাজনীন খলিল: হিমু। তুমি আমার ছেলেদের সমবয়সী। এই বয়সী একটা ছেলেকে আপনি আপনি করে কতক্ষণ কথা বলা যায়?সূত্র এখানে
আমি ও আমরা:হা হা হা আমাকে আই সি এল থেকে আই পি এল এ আর আনবেন না? সূত্র:এখানে
নুশেরা: এই বিষয়টা ভাই আমার জন্য স্বস্তিকর না।
সবে গোটা তিনেক পোস্ট দিয়েছি, সেরকম সময়ে জনৈক ব্লগার কোন পোস্টের এক মন্তব্যে আমার ব্লগ পরিসংখ্যান তুলে ধরে কিছূ অদ্ভুত মন্তব্য করেন। ব্যবহৃত টার্মগুলোর মধ্যে পূর্বপরিচিতি, ভোকাল(?), নেটওয়ার্কিং ইত্যাদির কথা মনে আছে। এখনো মনে হলে অস্বস্তি লাগে। হিটের জন্য কে কী করছে, হিট ধুয়ে কোন্ পানি কে খাবে-- এসবে আমার আগ্রহ নেই। করুক যে যেটা করে শান্তি পায়. সূত্র:এখানে
লীনা ফেরদৌস: তোমার মাসকাবারি লিস্টি চাঁদকে দিয়ে দেব।
সূত্র: এখানে
একরামুল হক শামীম: গল্পের গরুটিকে দড়ি দিয়ে বেধে রাখার আইডিয়া পছন্দ হইছে। সূত্র:এখানে
অক্ষর:+++++++
+++++++
+++++++
+++++++
+++++++
+++++++
+++++++
+++++++
৪৯ এর পরে এইখানে ৫৬ টা প্লাস আছে সূত্র:এখানে
আন্দালীব:হিমালয়৭৭৭, আমি আপনার পাঠপ্রকৃয়া নিয়ে প্রশ্ন তুলতে চাই............কারো ক্ষতি করে নাই। তবে আপনার এই পাঠ আমাকে আয়নায় আমার নিজের মুখ দেখতে দেয়না। .......................ইন্টারনেট আসলেই ভুল বোঝার একটি স্বর্গোদ্যান। ................হেহেহে, তবে এইবার কিন্তু আপনার সম্পর্কে আমার মাথায় ইমেজ গড়ে উঠছে........সূত্র:এখানে
বরুণা:হায় হায় শ্বাশুড়ী হতে হবে? তাহলে আমার মেয়ে তো একটা ঘাটের মরা জামাই পাবে।
সূত্র:এখানে
অচেনা সৈকত:প্রাসঙ্গিক, জীবনে প্রথম যার জন্য মন উথালপাথাল হয়েছিল তিনি আমার চেয়ে তিন বছরের বড়। সূত্র:এখানে
আহসান হাবিব শিমুল:প্রথম কবিতাটা পড়েছি। ভালো হয়েছে, ক্লাস এইট-নাইনে লেখা এইটা মনে হয়না।
আমি হায়ার ম্যাথে খুব সম্ভবত: ফার্স্ট টার্মে ফেল করছিলাম। তারচেয়ে বড় দু:খ ফেল করার জন্য মাষ্টারমশায় উত্তম-মধ্যম দিয়েছিলো।
সূত্র:এখানে
ছন্নছাড়ার পেন্সিল:আজকে যাবো বইমেলায় একটু পরে। রঙ্গ দেখার অতো আগ্রহ নাই, তবে চোখের সামনে পড়লে দেখিতেও আপত্তি নাই ততোটা।
একটা চিন্তা, শুনেছি ক্লিওপেট্রা দেখতে অতো সুন্দরী ছিলেন না। রোমানেরা কালো চামড়া চিনে নাই, তাহার রূপে মজিলো, তো কালো চামড়ার রূপে মজিলো! ঘটনা কি সত্য নাকি? সূত্র:এখানে
মেহরাব শাহরিয়ার:ragging আছে নাকি ? ৬ বছর আছি , তাও জানিনা সূত্র:এখানে
ফারহান দাউদ: লম্বা তর্ক করা দরকার ছিল,শালার টাইম নাই। তবে লেখা পড়সি পুরাটা, সূত্রএখানে
লংকার রাজা: উঠতি ছাগলগুলা পারে না কিছু, হুমায়ুন,মিলন স্টাইল নকল করে পুতুপুতু বই লেখে আর আমাদের ডিজুসরা সেগুলো পড়ে ব্লগে প্রেমের ফোনালাপের উপর পোস্ট দেয়।
তারপর নিজেদের সাহিত্যকর্মে ভীষণ রকম খুশী হয়ে তৃপ্তির ঢেকুর তুলে
সূত্র:এখানে
সুদীপ চৌধুরী:গদ্যে আমি বরাবরই কাঁচা। বেরসিকের মত একটা প্রশ্ন করে বসলাম-"ডায়েরীর ব্যাপারটা কি পুরোপুরি কল্পনাপ্রসূত?"
সূত্র:এখানে
আকাশনীল:হিমু মারা তো জাইতেসি আমি পুলাপানের চাপে পইরা !! লও মিয়া দুইজনে গিয়া পলাশীতে চা খাই, আজকা আমি খাওয়ামুনে চক্লেট মিল্ক লাগ্লে তাও পাইবা, কিছুতে না নাই। । সূত্র:এখানে
ভাঙ্গা পেন্সিল:সদা গম্ভীর হিমালয়ের চূড়ায় আমার লেখা থাকবে...তেনজিং আর হিলারি তো আফসোসে মারা যাবে!সূত্র:এখানে
নিবিড়:হিমু ভাই তো পুল খেলার কিউ হাতে পাঠকদের পুলের বল বানায়ে ছাড়বেন। এখানে টোকা আর এরবার ওখানে টোকা দিয়ে পাঠক বারবার ঘুরপাক খাচ্ছে মনে হয়।
সূত্র:এখানে
সীমান্ত আহমেদ:এই পোস্টে কোন বাচ্চা গাধা মাইনাস দিছে তারে দেখতে বড় সাধ হয়। সূত্র:এখানে
.......................এই পোস্টের আগে আমার ব্লগিং পরিসংখ্যান ছিল:
* পোস্ট করেছেন: ৯৯টি
* মন্তব্য করেছেন: ২৫৯৩টি
* মন্তব্য পেয়েছেন: ২১৪৩টি
* ব্লগ লিখেছেন: ৫ মাস ৪ সপ্তাহ
* ব্লগটি মোট ৩৫৪৫৬ বার দেখা হয়েছে
............সেদিন মেলায় সাজি'পু বলছিলেন "কমেন্ট নিয়ে বই বের করলে কেমন হয়?".........সেটা সম্ভব না হলেও কমেণ্ট নিয়ে একটা পোস্ট দেয়ার চেষ্টা অন্তত করা যায়.......তাই চেষ্টা করলে হয়ত এটিও একটি পোস্ট হয়ে হতে পারত ৭৭৭-৬৬৬-১১ এর সমাধান!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।