আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ। সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়। অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা। আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত। মস্তিস্ক চর্চায় আমার নেশা।
জীবন যবনিকার পরিসমাপ্তির পর
আসবে অমরত্বের সাধনা।
যুগান্তরের কিছু অবসান ঘটবে
শুরু হবে এক নতুন উন্মাদনা।
আমার গলিত শরীর আস্বাদনে
লিপ্ত হবে বেরসিক পোকা মাকড়।
বাতাস ভারি হবে আমার লাশের গন্ধে।
শুরু হবে জনমনে হই চই
আর আত্মতৃপ্তির ঢেকুর তুলবে অনেকেই।
সেই দিন হবে আমার স্বাধীনতা দিবস
অমরত্বের অমর শান্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।