আমাদের কথা খুঁজে নিন

   

ধানবনে সবিনয় সাঁতার

ডুবোজ্বর

০৯০২০৯ ধানবনে সবিনয় সাঁতার কাহার দেহের আকার কার বরে উড়ে হিরন্ময় তারপর বারবেলা মদ তারপর নবান্নশীৎকার এই আছি শঙ্খনদ তুমি ধীর ধ্যানের পাহাড় রাত ৩টা ২০ ----------------------------------------------------- ১০০২০৯-১ ফুল করে ভুলে আছো নিজের নাম তোমার নখের আয়নায় উজ্জ্বল হরিণের গ্রাম হরিণেরা জানে না বন্দি হয়ে আছে জানে কেবল হাওয়ার নৃত্য বনের পাতাগাছে রাত ১২টা ২৮ ----------------------------------------------------- ১০০২০৯-২ কে জানে সমুদ্রসভায় ভাঙে মৌতাত তাঁতি তার ঘরে ফেরে ধ্বস্তদেয়াল সুতো নেই বুনোলতা পায়ের আঙুল আলো নেই রাত্রিবাস দুইগাছিচুল নাভীমূলে হেরাগেহ জ্বলজ্বলে চোখ কে চাদর জড়ায় এসে ভ্রূণের অসুখ রাত ৩টা ২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.