ডুবোজ্বর
০৯০২০৯
ধানবনে সবিনয় সাঁতার
কাহার দেহের আকার
কার বরে উড়ে হিরন্ময়
তারপর বারবেলা মদ
তারপর নবান্নশীৎকার
এই আছি শঙ্খনদ
তুমি ধীর ধ্যানের পাহাড়
রাত ৩টা ২০
-----------------------------------------------------
১০০২০৯-১
ফুল করে ভুলে আছো নিজের নাম
তোমার নখের আয়নায় উজ্জ্বল হরিণের গ্রাম
হরিণেরা জানে না বন্দি হয়ে আছে
জানে কেবল হাওয়ার নৃত্য বনের পাতাগাছে
রাত ১২টা ২৮
-----------------------------------------------------
১০০২০৯-২
কে জানে সমুদ্রসভায় ভাঙে মৌতাত
তাঁতি তার ঘরে ফেরে ধ্বস্তদেয়াল
সুতো নেই বুনোলতা পায়ের আঙুল
আলো নেই রাত্রিবাস দুইগাছিচুল
নাভীমূলে হেরাগেহ জ্বলজ্বলে চোখ
কে চাদর জড়ায় এসে ভ্রূণের অসুখ
রাত ৩টা ২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।