আমাদের কথা খুঁজে নিন

   

নিম্নাংশে চুমু খাওয়া বিষয়ক অতি প্রয়োজনীয় নসিয়ত

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

(মাইনাস দেয়ার আগে দয়া করে পুরুটা পড়ুন। তারপর আয়েশ করে...) জীবনে চুমু খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চুমু একটি স্বর্গীয় বিষয়। কবির ভাষায় বলা চলে, স্বর্গ থেকে আসে চুমু- স্বর্গে চলে যায়।

মানুষ চুমু দেয় নাকি খায় - এ নিয়ে বিস্তর গবেষণা করা যেতে পারে। সে যাই হোক। আমার আলোচনার বিষয় নিম্নাংশে চুমু খাওয়ার ব্যাপারে। কথাটি খুব অশ্লীল মনে হলেও আমরা অনেকেই উপর অংশে না গিয়ে নীচের অংশে চুমু খাই। বাধ্য হয়েই খেতে হয়।

চুমু খাবেন খান- হোক সেটা উপরের অংশে কিংবা নীচের অংশে। তাই বলে আপনি যাকে একটার পর একটা চুমু খেলেন, তাকেই একটু পর পদদলিত করে পিষতে হবে কেন ? হ্যা বন্ধু। আপনি তাই করছেন! ................................................................................................................................................................................................................................... আপনি এইমাত্র যেই সিগারেটটার উপরের অংশে আগুন ধরিয়ে নীচের অংশে একটার পর একটা চুমু খেলন, সেই প্রিয়তম সিগারেটটাকেই একটু পর পদদিলত করলেন। যাকে পা দিয়ে পিষতে হয়, তাকে এত চুমু না খেলেই কি নয়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।