আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসাতো অমলিন....( সকলকে নানান ধাঁচের ভালবাসা দিলাম- লোক বুইঝা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আমি মুহূর্তে শব্দের কণ্ঠে ছুরি চালাব... কাঠুরের ধারালো কুঠার এনে বসাবো পায় এক কোপে আলাদ সে দুটো পা যার উদ্ধ্যত্ব প্রস্থানে সেই সে আমার পর হয়েছে মুহুর্তে সেদিন সে কাষ্ঠরৌদ্রবেলা; আমি পাটকাঠি হতে দড়ি খুলে নিয়ে পেঁচাব এই দুটো মোর হাতে যে হাতগুলো ধরবে বলেও প্রতারনা সেই সে তারই সাথে; অথচ আমি কিছুই করতে পারিনা.. বসন্ত দিনটা পুরো দাঁত কেলিয়ে হাসি আর ভালবাসার এই এ দিনটি মাড়াই প্রতারক দুখানি পায়ে- হাতের নাড়ায় পেছে ফেলে দেই ভালবাসা দিনটির আশেপাশের রঙ এমনই আমার আত্মহনন ঢং... তাইতো .. আমি মুহূর্তে শব্দের কণ্ঠে ছুরি চালাব নিজের জন্য অভিশাপ আর তোমারদের জন্য শুভেচ্ছা জানাব এই এ ভ্যালেন্টাইনস ডে’র দিন। আমি লিন অথচ ভালবাসাতো অমলিন। ১৪/০২/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।